শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ালশই মাশরাফিদের কোচ

walshস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ।

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে চুক্তি করেছে।

চলতি সপ্তাহেই বাংলাদেশে আসবেন কোর্টনি ওয়ালশ। তিনি জিম্বাবুয়ের সাবেক পেসার হিট স্টিকের স্থলাভিষিক্ত হবেন। হিট স্টিক মে পর্যন্ত দুই বছরের জন্য বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন।

২০০১ সালে অবসরে যাওয়ার পর এই প্রথম সাবেক এই ক্যারিবীয় অধিনায়ক আন্তর্জাতিক অঙ্গণে কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

ওয়ালশের দায়িত্ব গ্রহণের বিষয়টি বিসিবি থেকে এখনও জানানো হয়নি। তবে বুধবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী সপ্তাহে বাংলাদেশে এসে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন ওয়ালশ।

এ বিষয়ে ওয়ালশ বলেন, ‘আমি কয়েক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেট দেখছি। তারা সত্যিই খুব প্রতিভাবান। কোচ চন্ডিকা হাথুরুসিংহে খুব দারুণ কাজ করেছেন। বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’

অবসরের পর মূলত বিভিন্ন প্রশাসনিক পদেই দেখা গেছে কোর্টনি ওয়ালশকে। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জ্যামাইকা তালাওয়াসের মেন্টর, ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন সর্বকালের অন্যতম সেরা এই পেসার।

ওয়ালশের আগে বাংলাদেশ কোচ হিসেবে পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের আরেক কিংবদন্তি গর্ডন গ্রিনিজকে। তার তত্ত্বাবধানেই বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পেয়েছিল প্রথম সাফল্য। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জিতে অংশ নিয়েছিল ১৯৯৯ সালের বিশ্বকাপে।

১৯৮৪ থেকে ২০০১ সাল পর্যন্ত ১৩২টি টেস্ট খেলে ওয়ালশ নিয়েছিলেন ৫১৯ উইকেট। সে সময় এটিই ছিল টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩