শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাসেক্সে না গেলেও আর্থিক ক্ষতি হবে না মুস্তাফিজের

1455900321স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে এখন একটাই প্রশ্ন – কাটার মাস্টার কি যাবেন সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে? এই প্রশ্নের এখনও কোনো ‘চূড়ান্ত’ উত্তর পাওয়া যায়নি। যদিও, নতুন খবর হল, সিদ্ধান্ত যাই হোক না কেন মুস্তাফিজের আর্থিক ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যাপারে সচেতন বিসিবি।

কোচ চান্দিকা হাতুরুসিংহে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বিবেচনা করে মুস্তাফিজকে কাউন্টি খেলতে পাঠাতে চান। অন্যদিকে বোর্ডের আরেকটা অংশের দাবি, টানা না খেলিয়ে আপাতত মুস্তাফিজকে বিশ্রামে রাখা উচিৎ।

মুস্তাফিজের ঘনিষ্টমহলেরও দাবি, আপাতত সাসেক্সের ৩০ হাজার পাউন্ড তাকে টানছে না। বরং কোনক্রমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে সাতক্ষীরা যেতে পারলেই বেঁচে যান তিনি।

তাই রীতিমত দোটানায় পড়ে গেছে বোর্ড। আর এখনও এই ব্যাপারে কোন সিদ্ধান্ত আসেনি। সেটা জানা গেল সংস্থাটির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কথায়।

বললেন, ‘ভারতে গিয়ে সে খেলছে, আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছিলো এবং সঙ্গে ইনজুরি। কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি, ইংল্যান্ডে ওর (মুস্তাফিজ) যে চুক্তি আছে সেটার কি হবে। অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে কি না। তার মতামত আমরা নেবো। তারপর বোর্ডে আলোচনা করে আমরা একটি সিদ্ধান্তে আসবো।’

তিনি আরও জানালেন, কাউন্টিতে মুস্তাফিজের খেলা না হলে সেখান থেকে প্রাপ্ত পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে মুস্তাফিজকে। ফলে আর যাই হোক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে না তাকে। আকরামের ভাষায়, ‘হ্যা, আমরা তো বলেছিই পিএসএলের সময়। বোর্ড কিন্তু সবসময়েই ক্রিকেটারদের সাহায্য করতে চায়। কাউন্টির ব্যাপারেও এমন কিছু সিদ্ধান্ত হতে পারে।’

মুস্তাফিজের ব্যাপারে বোর্ড মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যাপারেও শোনা গিয়েছিল, সেখান থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে বাঁ-হাতি এই পেসারকে।প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

বিজয়নগরে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, তৈরির সরঞ্জামসহ ৩ জন গ্রেফতার

বিপৎসীমার ওপরে সুরমা, বাড়ছে কুশিয়ারার পানি

গরমে যেসব খাবারে অতিরিক্ত ঘাম হয়

গাজায় ‘জয়ী’ হতে না পেরে অন্যত্র দৃষ্টি ইসরায়েলের

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে বর

‘রোহিঙ্গা গণহত্যা মামলা প‌রিচালনার তহ‌বি‌ল অপর্যাপ্ত’

জিম্বাবুয়েকে হারিয়ে যা বললেন শান্ত

তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে বোরো উৎপাদন, চিটা হওয়ার শঙ্কা

দীর্ঘদিন কৃষকের ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

মার্চে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন

প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু