রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালকে নির্যাতনের ঘটনায় এসআই বিরুদ্ধে মামলা

Brahmanbaria Pic 04-05-2016 (2)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কথিত চুরির মামলায় এক সিএনজি চালককে আটক করে শারিরীক নির্যাতনের ঘটনায় পুলিশের এসআই বেলাল হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ২৮ এপ্রিল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নির্যাতিত সিএনজি চালক মোঃ সুমন। বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বিষয়টি আমলে নিয়ে কসবা   থানার   ভারপ্রাপ্ত   কর্মকর্তাকে   তদন্ত   করে   আদালতকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।জানা যায়, উপজেলার তালতলার জগৎপুর গ্রামের আবুল বাশারের পুত্র সিএনজি   চালক   মোঃ   সুমনকে   গত   ২৪   এপ্রিল   দুপুরে   কসবা পুরাতন   বাজার   সিএনজি   ষ্ট্যান্ডে   আটক   করে   থানায়   নিয়ে   যায়।পুলিশ হেফাজতে এসআই বেলাল কোমড় এবং শরীরের নিচের অংশে গরম পানি   ঢেলে   অমানবিক   নির্যাতন  চালায়।   এই  সময়ে  তার   পকেটে থাকা মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে সুমনকে কসবা থানায় দায়েরকৃত কথিত চুরির মামলায় কোর্টে প্রেরন করে। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড়  সৃষ্টি হয়। আদালত মোঃ সুমনকে জামিন দেন। এই অবস্থায় পুলিশী নির্যাতনে আহত মোঃ   সুমনের   বর্তমান   অবস্থা   আশংকাজনক।   সে   ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮এপ্রিল আইনজীবির মাধ্যমে কসবা থানার এসআই বেলাল হোসেনের বিরুদ্ধে   নির্যাতনের   অভিযোগ   এনে   মামলাটি   দায়ের   করে।নির্যাতনের শিকার মোঃ সুমন’র আইনজীবি মোঃ এ, আল মামুনখান   তৈমুর,   (সহকারী   পাবলিক   প্রসিকিউটর)   মামলার   বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত সুমনের অভিযোগ আমলে নিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই বিষয়ে কসবা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃমহিউদ্দিন   জানান,   নির্ধারিত   সময়ে   তদন্ত   শেষ   করে   আদালতে প্রতিবেদন দেওয়া হবে। এই ব্যাপারে কসবা থানার এসআই   বেলাল হোসেনের   সাথে   (০১৮১৯-৮৯৭৫১০)   যোগাযোগ   করলে   তিনি নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে মামলার বিষয় জানেন না বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

মাইগ্রেনের ব্যথা হলে কী করবেন

কেমন দল বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সাঁতারের পোশাকে সৌদি আরবে নারীদের ফ্যাশন শো

‘ফিজ’ নামটা কীভাবে পেলেন, জানালেন মুস্তাফিজ

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আছে, প্রশ্ন কাদেরের

‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’

বিএনপি নেতা ইশরাক কারাগারে