রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নিজেই ফিল্ডিং সাজান মুস্তাফিজ’

18533-mustaamarস্পোর্টস ডেস্ক : ভাষাগত সমস্যায় মাঠে ডেভিড ওয়ার্নারের সঙ্গে তেমন মত বিনিময় করা হয়ে ওঠে না মুস্তাফিজুর রহমানের। তবে এতে কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক। কারণ বল করার সময় মুস্তাফিজ নিজের মতো করেই ফিল্ডিং সাজিয়ে নেন।

মাঠের বাইরে সতীর্থদের সঙ্গে আলাপের জটিলতা মেটাতে বাংলাদেশী এই বোলারের জন্য একজন দোভাষী নিয়োগ দিয়েছে হায়দারাবাদ কর্তৃপক্ষ। কিন্তু মাঠে তো আর তাতে সমস্যা মিটছে না।

আইপিএল ওয়েবসাইটকে ওয়ার্নার বলেন, ‘মাঠে থেকে তাকে পর্যবেক্ষণ করলে আপনি বুঝবেন যে, সে এমন একজন, যে বুঝে তাকে কি করতে হবে। সে নিজেই তার ফিল্ডিং সাজায়। কোনো ফিল্ডিং সাজানো নিয়ে আমি আপত্তি করলে সে বুঝে যায় এবং এর ফলে যোগাযোগ করাটা খুব সহজ হয়ে যায়।’

এবারের আইপিএলে এ পর্যন্ত হায়দরাবাদের পাঁচ ম্যাচের প্রতিটিতেই ধারাবাহিকভাবে উইকেট পেয়েছেন মুস্তাফিজ। রান কম দেওয়ার ক্ষেত্রেও অতুলনীয় তিনি।টুর্নামেন্টে কমপক্ষে ৫ উইকেট পাওয়া বোলারদের মধ্যে একমাত্র বোলার হিসেবে ওভারপ্রতি ৬ এর নিচে রান দিয়েছেন তিনি। এই কয় ম্যাচ মিলিয়ে ওভারপ্রতি ৫.৭৫ গড়ে রান দিয়ে মোট ৭ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী এই তারকা।

‘ম্যাচ উইনার’ মুস্তাফিজকে দলে পেয়ে টুর্নামেন্টে শুরু থেকেই ওয়ার্নারের কণ্ঠে উচ্ছ্বাস। প্রতি ম্যাচের শেষেই আলাদা করে প্রিয় সতীর্থের প্রশংসা করেন এই অস্ট্রেলীয়। শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে জেতা ম্যাচের পর মুস্তাফিজকে নিয়ে অধিনায়ক যেন প্রশংসার ভাণ্ডার খুলে বসলেন।

৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেওয়া বোলারের প্রশংসায় ওয়ার্নার বলেন, ‘সে দারুণ প্রতিভা এবং বাংলাদেশ ও আমাদের জন্য অবশ্যই সে দারুণ এক বোলার।’

প্রতি ম্যাচে মুস্তাফিজকে বোলিংয়ে আনার ক্ষেত্রেও নির্দিষ্ট একটা চিত্র দাঁড় করে ফেলেছেন ওয়ার্নার। ইনিংসের শুরুর দিকে এক ওভার করানোর পর স্লগ ওভারের জন্য রেখে দেন তাকে। তবে কখনও উইকেট দরকার পড়লে এই ধারায় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও বললেন অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩