রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিশ্বের সব লিগেই মুস্তাফিজের প্রবল চাহিদা থাকবে’

mustafizস্পোর্টস ডেস্ক : ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে সবাই আলাদাভাবে কেন চেনে? কারণ তার কাছে একটা ‘অস্ত্র’ জমা আছে। যার নাম কাটার। এটা দিয়েই ঘায়েল করেন বাঘা বাঘা ব্যাটসম্যানদের। মজার বিষয় হচ্ছে, ওই ব্যাটসম্যানরা জানেন যে মুস্তাফিজ কাটার দেবেন। তার পরও কেন বাংলাদেশের এই কাটার মাস্টারকে পড়তে পারছেন না তারা? মুস্তাফিজের সেই কাটার কিন্তু সোজা পথে চলে না, বাঁক নিয়ে অন্য দিকেও যায়। বোলিংয়ে বৈচিত্র্য থাকার কারণেই মুস্তাফিজকে মাটিতে নামানো সম্ভব নয়। এমনটাই জানালেন বাংলাদেশের ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে  টাইগার দলনেতার একটা আফসোসও আছে। কী সেই আফসোস? আইপিএলে মুস্তাফিজকে সেভাবে পরিচালিত করতে পারছেন না সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মাশরাফি বলেন, ‘বাংলাদেশ দলে আমি বা আমরা সবাই জানি যে কীভাবে ওর বলে কীভাবে ফিল্ডিং সাজাতে হয়। ওর ফিল্ড প্লেসিং আর সবার চেয়ে একটু আলাদা। একটা জায়গার কথা বলি। স্লগ ওভারে ওর বোলিংয়ে আমি সবসময়ই লং অন না রেখে মিড অন রাখি, আর স্কয়ার লেগ, মিড উইকেট বাউন্ডারিতে দুজন। এমনিতে বিশ্বের আর কোনো বোলারই স্লগ ওভারে মিড অন রাখার সাহস পায় না। কিন্তু মুস্তাফিজের বলে সোজা খেলা খুব কঠিন। নিখিল নাইক মিড অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট হলো। তো এই ব্যপারগুলি তো ডেভিড ওয়ার্নার সেভাবে জানে না। এজন্য হয়তো মুস্তাফিজ নিজেই সাজাচ্ছে। বাংলাদেশ দলে তো আমরা সবাই জানি।’

নিজেকে নিয়ে বেশ সচেতন মুস্তাফিজ। যা ভবিষ্যতে আরো ভালো করার জন্য মাশরাফিকে আশাবাদী করে তুলছে। বাংলাদেশ দলনেতা বলেন, ‘ভবিষ্যতের পথচলায় এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের দেখভাল নিজেকেই সবচেয়ে বেশি করতে হয়। মুস্তফিজ সেটা খুব ভালোভাবেই পারে। জিম করে, খুব নিয়ম মেনে চলে। খুবই গোছানো ছেলে। এই জায়গাটায় তাই আমার চিন্তা কম।’

প্রথমবারের মতো বিদেশি লিগ হিসেবে আইপিএলে খেলতে গেছেন মুস্তাফিজ। বাজিমাত করেছেন তিনি। এই  সাফল্য আগামীতেও জমা হবে তার ভাণ্ডারে। চাহিদা বাড়বে বিশ্বের নামিদামি লিগেও। মাশরাফি বলেন, ‘আমার নিশ্চিত বিশ্বাস, বিশ্বের সব লিগে বা টুর্নামেন্টে এখন মুস্তাফিজের প্রবল চাহিদা থাকবে। এই জায়গাটাতেই নিজের ভালো বুঝতে হবে ওকে এবং ওর পরিবারকে।’

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩