শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট জ্বরে কাঁপছেন তারকারা

2016_03_06_16_07_13_emDKRMYuYP2CYEINtTSQo8MTOnpUhO_originalবিনোদন প্রতিবেদক : আর মাত্র কয়েক ঘণ্টা পর এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। এ কারণে গত দুদিন ধরেই ক্রিকেট উত্তেজনায় কাঁপছে পুরো দেশ। আর তাতে শামিল হয়েছেন বিনোদন জগতের তারকারাও। ফলে ফাইনাল ম্যাচের টিকেট নিয়ে কাড়াকাড়ি, ফেসবুকের প্রোফাইল ছবিতে লাল-সবুজ বর্ণের ছটা সর্বপরি বাংলাদেশ দলকে উৎসাহ ও সমর্থন দিতে তারকারাদের বাড়াবাড়ি সবকিছুই যেন এক হয়ে মিশেছে মিরপুরের শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এশিয়া কাপের সেমি ফাইনালে পাকিস্তানকে হারানোর পর থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশ বন্দনা। যার প্রথম আঘাতটি আসে ফাইনাল ম্যাচের টিকেটের উপর। সাধারণ মানুষ থেকে তারকারা সবাই হন্য হয়ে ছুঁটতে থাকেন একটি টিকেটের আশায়। মূলত ভারত বদের বিশাল মুহূর্তটি স্টেডিয়ামে বসে স্বচোক্ষে দেখাই তাদের ইচ্ছা। কিন্তু কেউ কেউ টিকেট পেলেও, অনেক তারকাই মাঠে বসে খেলা দেখতে পারছেন না। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী ও সংবাদ উপস্থাপিকা লোপা হোসাইন বলেন, ‘টিকিটের জন্য হাহাকার চারিদিকে, আমিও আছি সে দলে। ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবের সম্মুখ সাক্ষী হতে ভীষণ মন চাইছে। তাই মাঠে যেতে পারি বা না পারি, যেখানে বসেই খেলা দেখি না কেন, বাংলাদেশ,বাংলাদেশ চিৎকার থামবে না। ক্ষমতাবানদের দাপটে সাধারণ মানুষের ক্রিকেট ভালোবাসা চাপা পড়তে পারে না।’

এদিকে সবাই যখন টিকেট নিয়ে আক্ষেপ করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ তখন শুটিংয়ের জন্য ঢাকার বাইরে অবস্থান করছেন। যদিও সেমি ফাইনালের ম্যাচটি মাঠে বসেই দেখেছিলেন। তার ভাষায়, ‘আফসোস ফাইনাল ম্যাচটা মাঠে বসে দেখতে পারছি না। একটা ধারাবাহিকে শুটিংয়ের জন্য ঢাকার বাইরে আছি। খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমার মন বলছে আজ বাংলাদেশ জিতে যাবে।’

উপরের দুজনের খেলা দেখা নিয়ে আক্ষেপ থাকলেও, অভিনেতা চঞ্চল অবশ্য ভিন্ন ব্যবস্থা করেছেন। তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচটি পুরো পরিবার নিয়ে নির্মাতা বৃন্দাবন দাশের বাসায় বসে দেখব। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাব। এতে আলাদা আনন্দ আছে। তাছাড়া বাসাটা তখন মিনি স্টেডিয়াম মনে হয়।’

‘আমরা আজকে জিতবো। অবশ্যই জিতবো। এটা আমার বিশ্বাস। বিশ্বাসটা কিন্তু আশারও অনেক উর্দ্ধে। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে আমি গর্বিত। বিশেষ করে মাশরাফিকে নিয়ে। তিনি খুব ভালো মানুষ। ভালো অধিনায়ক। অনেকের প্রতিভা থাকলেও ভালো অধিনায়ক হতে পারেনা। সেক্ষেত্রে মাশরাফি উদাহরণ হতে পারে। তার দেশপ্রেম আমাকে অনুপ্রানিত করে। তার মতো মানুষ ঘরে ঘরে দরকার।’- এমন প্রত্যয় ছুঁড়ে দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

বাঁধনের মতো ক্রিকেটর জ্বরে কাঁপছেন বিনোদন জগতের অন্যান্য তারকারাও। ফলে ফাইনাল ম্যাচের টিকেট নিয়ে কাড়াকাড়ি, ফেসবুকের প্রোফাইল ছবিতে লাল-সবুজ বর্ণের ছটা সর্বপরি বাংলাদেশ দলকে উৎসাহ ও সমর্থন দিতে তারকারাদের বাড়াবাড়ি সবকিছুই যেন এক হয়ে মিশেছে মিরপুরের শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। হাই ভোল্টেজ এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে আছে তারকারা। ফেসবুকে জানিয়েছেন প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার