বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জের তালশহর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারন সম্পাদকের পদত্যাগ॥

downloadআশুগঞ্জ প্রতিনিধ ॥ আসন্ন আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী নিধারণে তৃর্ণমূল নেতৃবৃন্দের মতামত না নিয়ে দলীয় প্রার্থী নিধারন করায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল জলিল সাব মিয়া ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহিরুল হক মাষ্টার ও সদস্য সচিব মেরাজ সিকদারের বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন।
পদত্যাগ পত্রে উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের বিধিমালা অনুযায়ী তৃনমূল প্রার্থী বাছাই পক্রিয়া ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও উপজেলার কমিটির সভাপতি, সাধারন সম্পাদেকর সমন্বয়ে প্রার্থী বাছাইয়ের বিধান রয়েছে। কিন্তু নির্বাচনের বিধিমালা অমান্য করে তালশহর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির প্রার্থী নিধারণে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে আলোচনা না করে প্রার্থীর তালিকা করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছে। তাই আমরা গভীর ভাবে মর্মাহত। চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধার কাছেও দিয়েছে।

এ জাতীয় আরও খবর