শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরণ অনশন করে টেক্সাসের কারাগার থেকে মুক্তি পেল ১১ বাংলাদেশি

news-image

বাংলাদেশে ফেরত  না পাঠানোর দাবিতে যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের বন্দি আটক কেন্দ্রে আমরণ অনশনে অংশগ্রহণকারী বাংলাদেশি বন্দির মধ্যে ১১ জন মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় গত শনিবার রাতে অভিবাসন আদালতে নিয়মিত হাজিরা দেওয়ার শর্তে  তাদের সাময়িক মুক্তি দেওয়া হয়। তবে অংশগ্রহণকারী ৫৪ জনের মধ্যে এখনও ৪৩ জন অনশনেই রয়েছেন।

যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল হওয়ায় টেক্সাস অঙ্গরাজ্যের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আওতাধীন এল পাসো বন্দি আটক কেন্দ্রে ৮২ জন বাংলাদেশি নাগরিককে আটক রাখা হয়েছিল। বর্তমানে সেখানে অবস্থান করছেন ৬৪ জন। যুক্তরাষ্ট্রের সরকার আটককৃতদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিলে বাংলাদেশে ফেরত না পাঠানোর  দাবিতে ৪৪ জন বন্দি বাংলাদেশি গত বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছিলেন। অনশনের তৃতীয় দিনে শামসুদ্দিন নামক বাংলাদেশি বন্দি অসুস্থ হয়ে পড়লে বন্দি আটক কেন্দ্র কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন। সাময়িক মুক্তিপ্রাপ্ত ১১ জনকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতে হাজিরা দিতে হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে তাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনের শুনানি চলবে। তবে আরও ৪০ বাংলদেশিসহ মোট ৪৩ জন এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ স্থগিত করাসহ ছয় দফা দাবি রয়েছে তাদের। সাময়িক মুক্তি প্রাপ্ত বন্দিরা হলেন মোহা. নাসের, আব্দুল হামিদ, মাসুম আহমেদ, জাকির হুসেন, শাহীন মিয়া, রিপন আহমেদ, সোহেল, নাদের আহমেদ, লোকমান আলী ও আহমেদ জাহেদ। মুক্তিপ্রাপ্ত অনেকেই স্থানীয় বাংলাদেশিদের আশ্রয়ে আছেন বলে জানা গেছে।


এদিকে ডিটেনশন সেন্টারে অনশনরতদের দাবির প্রতি সংহতি জানিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সংগঠন ‘ডিটেইন মাইগ্র্যান্ট সলিডারিটি কমিটি’। এই সংগঠনের ব্যানারে অনশনরতদের মুক্তি দাবিতে ওইদিন বিকালে ‘লাঞ্চবক্স’ নামের একটি রেস্টুরেন্টের সামনে একটি মানববন্ধনও হয়। সংগঠনটির অন্যতম প্রধান রোকসানা বেনডেজু সাংবাদিকদের বলেন, নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা মাতৃভূমি ছেড়ে প্রাণের ভয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন, অথচ এখানে তাদেরকে দেওয়া হচ্ছে অমানবিক শাস্তি। তাহলে সেই দেশ আর এই দেশের মধ্যে পার্থক্য কোথায়? এ ধরনের আচরণ চলতে পারে না। অনশনরতদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের পাশে থাকার ঘোষণা দেন রোকসানা।

 

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩