বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে চমকেই দিল জিম্বাবুয়ে

news-image

হারারেতে রস টেলর ও কেন উইলিয়ামসন দিয়েছিলেন ভালো একটি সংগ্রহ। ৩০৩ রান একেবারে কম নয়। কিন্তু তিন ম্যাচের এই সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ে কোচ ডেভ হোয়াটমোর বলেছিলেন, নিউজিল্যান্ডকে তারা চমকে দিতে চান। সেই চমকটা সিরিজের প্রথম ম্যাচেই দেখালো স্বাগতিক জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার দেয়া ৮৪ রানের ভিত ও ক্রেইগ আরভিনের ম্যাচ জেতানো ১০৮ বলের অপরাজিত ১৩০ রানই যথেষ্ট হলো। রোমাঞ্চ জাগিয়ে ৭ উইকেটে জিতলো জিম্বাবুয়ে। ৩ ম্যাচের সিরিজে তারা নিল ১-০ এর লিড। জয় তখন দরজায় দাড়িয়ে ৬ বলে ১ রান দরকার জিম্বাবুয়ের। ন্যাথান ম্যাককালাম দিলেন একটি ওয়াইড। উল্লাস আর উৎসবে মুখর হলো জিম্বাবুয়ে। আসলে একটা সময় বেশ কঠিনই ছিল জিম্বাবুয়ের জয়। শেষ ১৮ বলে ৩৪ রান দরকার ছিল তাদের। দায়িত্ব তুলে নিলেন আরভিন। ম্যাট হেনরির এক ওভারে একটি চার ও একটি ছক্কা মেরে ১২ বলে ১৬ রানে নামিয়ে আনলেন হিসেবটা। এরপর জেমস নিশামের বলে একটি চার ও একটি ছক্কায় জিম্বাবুয়ের জয়ের নিশান উড়লো। জিম্বাবুয়ের ইনিংস শুরু থেকেই এগিয়েছে পার্টনারশিপের ওপর ভর করে। চিভাভা ও মাসাকাদজা এনে দিয়েছেন ৭৪ রানের শক্ত ওপেনিং জুটি। ৪২ রান করে বিদায় নেন চিভাভা। তারপর মাসাকাদজা ও আরভিনের মধ্যে বোঝাপড়া হয় চমৎকার। ১২০ রানের জুটি গড়েছেন তারা। ৯৯ বলে ১০ চারে ৮৪ রান করেছেন মাসাকাদজা। সেঞ্চুরির সুবাস পেয়েও তা মিস করেছেন। তবে মিস করেন নি বাঁ হাতি ব্যাটসম্যান আরভিন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তিনি তুলে নিয়েছেন ৯৯ বলে। তাতে ৮টি চারের মার। ছক্কা তিনটি। অধিনায়ক চিগাম্বুরা ২৬ রান দিয়েছেন দলকে। আর সেঞ্চুরির পর আরো আগ্রাসী হয়েছে আরভিনের ব্যাট। তিনি অপরাজিত থেকেছেন ১০৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১৩০ রান করে। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ রানেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। কিন্তু ওখান থেকে শুরু করে নতুন অধ্যায়। অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেলরের মধ্যে গড়ে ওঠে ১৩৭ রানের জুটি। দলকে ভালো অবস্থায় নিয়ে গেছেন তিনি। সেঞ্চুরি পেতে পারতেন উইলিয়ামসন। কিন্তু দূর্ভাগ্য তার। ৯৭ রানে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়েছেন। এরপার গ্র্যান্ট ইলিয়টের সাথে টেলরের ৭৯ রানের জুটি হয়েছে। ৪৩ রান করেছেন ইলিয়ট। টেলর ১২২ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ১১২ রানে অপরাজিত থেকেছেন। টেলরের ১৫তম সেঞ্চুরিটা গেছে বিফলে। 

এ জাতীয় আরও খবর