রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছুটি শেষে প্রাণোচ্ছল ক্যাম্পাস

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়

রাজধানী ঢাকার বুকে অবস্থিত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথাই বলছিলাম এতক্ষণ। গ্রীষ্মকালীন, পবিত্র রমজান, জুমাতুল বিদা আর ঈদুল ফিতরের ছুটি একত্রে পড়ায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসটি বন্ধ দীর্ঘ এক মাস ১০ দিন ধরে। লম্বা এই বিরতি শেষ হবে ২ আগস্ট। কিন্তু এরই মধ্যে ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা ফিরতে শুরু করায় সাময়িক সময়ের হারানো তারুণ্য ফিরে পেতে শুরু করেছে চিরসবুজ এই আঙিনা। এতটা দিন যে সবুজ পাতাগুলো যত্রতত্র জীর্ণশীর্ণ ছড়ানো-ছিটানো ছিল, তা যেন পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে। আড্ডাবাজদের উপস্থিতিতে আবারো আড্ডা-গল্পে মুখরিত হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ স্পটগুলো…
ঈদের দীর্ঘ ছুটি শেষে আবার প্রাণের মেলায় মুখরিত ঢাবি ক্যাম্পাস"দীর্ঘ এক মাস বাইরে ছিলাম। এ কয়েকটি দিনে মনে হয়েছে যেন জীবন থেকে অনেক মূল্যবান সময় হারিয়ে ফেললাম! সবুজ চাদরে পা জোড়া রাখতেই মনে হচ্ছিল এখানকার প্রতি ইঞ্চি মাটি আমার সঙ্গে অভিমান করে আছে। সবুজ পাতাগুলোকে দেখে মনে হচ্ছিল প্রচ- রেগে-মেগে অস্থির। চোখ কচলাতে কচলাতে যেন বলছিল, 'পারলে এতটা দিন আমাদের ছেড়ে থাকতে!'। যেন অভিমানী কণ্ঠে প্রশ্ন করছে, 'এতদিন কোথায় ছিলে?' প্রাণের ক্যাম্পাসে ফিরে সত্যিই প্রাণ ফিরে পেলাম।" দীর্ঘ এক মাস ছুটি কাটিয়ে এসে এভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্যাম্পাসে ফেরার আনন্দ অনুভূতি শেয়ার করছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম। শরিফুল ইসলামের মতোই উৎফুল্ল মৌমিতা হকের কণ্ঠস্বরও। চোখে-মুখে তার আনন্দের ঝিলিক। জানালেন, 'এক মাস পর আজ মনে হলো প্রাণ খুলে শ্বাস-প্রশ্বাস নিয়েছি। বাড়িতে থাকতে হয়েছে একান্ত বাধ্য হয়েই। এত লম্বা সময় চার বছরের ক্যাম্পাস জীবনের কোনো সময় বাইরে থাকিনি। ক্যাম্পাসের বাইরের এই একটি মাসকে মনে হয়েছে কয়েকটি বছর!'
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাদিকা, সুস্মিতা আর সাকিব বাহাদুরের ভাবভঙ্গিতেও দেখা গেল অসম্ভব ধরনের আনন্দের বহিঃপ্রকাশ! অনুভূতি জানতে চাইতেই অট্টহাসিতে পরিচিত কোনো গানের কথার সুরে বলছিলেন 'এবার কথা হবে কারণে-অকারণে, দেখা হবে ক্যাম্পাসের প্রতিটি আড্ডায়, সাময়িক বৈরিতায়। সবুজ চাদরে চাদরে, কৃষ্ণচূড়া, জারুল, রাধাচূড়ার সুশোভিত গন্ধমাখা আশা-ভালোবাসায়।' ব্যবসায় অনুষদের গেটে খোশগল্পে মেতে উঠেছেন দ্বিতীয় বর্ষের রাফেয়া, নায়লা, তাবাস্সুম, সাহেলা, তামান্না, রাবি্ব, কবিরসহ একঝাঁক তরুণ। ক্যাম্পাসটি তাদের কাছে একটুকরো সবুজ চাদরের মতো; যে চাদরটি শরীরে জড়িয়ে রাখতে ইচ্ছা করে পুরো বছর। গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-শীত-বসন্ত_ কোনো ঋতুতেই চাদরটির আলিঙ্গনে একটুও কষ্ট হয় না। ছুটির দিনগুলোয় ক্যাম্পাসকে প্রচ-ভাবে মিস করেছেন তারা। তাই তো ঈদের পরপরই ছুটি শেষ না হতেই চলে এসেছেন প্রাণের ক্যাম্পাসে। যেমনটাই বলছিলেন ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাবি্ব, 'সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ক্লাসও শুরু হয়নি এখনো। তার পরও বাড়ি থেকে ফিরে ক্যাম্পাসে চলে এলাম। বহুদিন প্রিয় বন্ধুদের সঙ্গে আড্ডা-গল্প হয় না। দারুণ উপভোগ করছি ক্যাম্পাসের বৃষ্টিভেজা অসাধারণ এই পরিবেশ।'
রাজধানী ঢাকার বুকে অবস্থিত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথাই বলছিলাম এতক্ষণ। গ্রীষ্মকালীন, পবিত্র রমজান, জুমাতুল বিদা আর ঈদুল ফিতরের ছুটি একত্রে পড়ায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসটি বন্ধ দীর্ঘ এক মাস ১০দিন ধরে। লম্বা এ বিরতি শেষ হবে ২ আগস্ট। কিন্তু এরই মধ্যে ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা ফিরতে শুরু করায় সাময়িক সময়ের হারানো তারুণ্য ফিরে পেতে শুরু করেছে চিরসবুজ এ আঙিনা। এতটা দিন যে সবুজ পাতাগুলো যত্রতত্র জীর্ণশীর্ণ ছড়ানো ছিটানো ছিল, তা যেন পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে। আড্ডাবাজদের উপস্থিতিতে আবারো আড্ডা-গল্পে মুখরিত হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ স্পটগুলো। অপরাজেয় বাংলা, বটতলা, মলচত্বর, মধুর ক্যান্টিন, বিজনেস অনুষদ, ডাকসু, হাকিম চত্বর, লাইব্রেরি চত্বর, কার্জন হল থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে চিরচেনা মুখগুলোর আনাগোনা বাড়ছে।
গুটিগুটি বৃষ্টিতেই রাজু ভাস্কর্যে একঝাঁক তরুণকে সেলফি তুলতে দেখা গেল। টিএসসির শান্তির পায়রাটি স্মিত হাসিতে যেন বুঝিয়ে দিচ্ছে সে বেশ শান্তিতে আছে, কেননা তার সঙ্গীরা ফিরতে শুরু করেছেন বহুদিন পর। শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই লাল-সাদা-কালো-সবুজ-হলুদ রঙের ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছেন ছাত্রছাত্রী; এতটা দিন ক্যাম্পাস থেকে দূরে থাকার শোধ যেন এক দিনেই মিটিয়ে নিচ্ছেন কড়ায় গ-ায়! আবাসিক হলগুলো ঘুরে দেখা গেছে শিক্ষার্থীদের সরব উপস্থিতি। প্রতিটি রুমে লক্ষ্য করা গেছে শিক্ষার্থীদের কোলাহল। অনেক দিন শূন্য পড়ে থাকা টিভিরুম, রিডিংরুম, ডাইনিং আর ক্যান্টিনগুলো এরই মধ্যে কানায় কানায় ভরতে শুরু করেছে। জমে উঠেছে হলের ছোট ছোট খাবারের দোকানগুলোও।
প্রকৃতির অপূর্ব সৃষ্টির এ সুসজ্জিত ক্যাম্পাসে সৃষ্টির সেরা জীবদের অনুপস্থিতিতে যে কতটা অসহায়ত্বের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়, তা সরাসরি অবলোকন না করলে বোঝা মুশকিল। জীবনটা এমনই। আসা-যাওয়া, শূন্যতা-পূর্ণতা দিয়েই গড়া। জীবন কখনো ফাঁকা পড়ে থাকে, কখনো উদ্দাম নৃত্যে, উচ্ছ্বাসে জমে ওঠে। ঈদ-পরবর্তী প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও এখন জমে উঠছে শিক্ষার্থীদের উদ্দাম নৃত্য আর উচ্ছ্বাসে।
 

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা

অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস দাবি

বাবর-শাহিনে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তীব্র গরমে মাদরাসাশিক্ষকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাফেলোতে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত