রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

news-image

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বলেছে, তারা প্রায় এক হাজার কর্মীকে ছাঁটাই করবে। তাদের বেশিরভাগই প্রশাসনিক বিভাগের কর্মকর্তা-কর্মচারী। ব্যয় কমানোর জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উচ্চপদস্থরা। ব্যয়ের সঙ্গে আয়ের তাল মেলানো দায় হয়ে পড়ায় সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে। ব্যয় কমানোর প্রক্রিয়ায় কোথাও কোথাও প্রশাসনের তিন স্তরের বিন্যাস থেকে লোকবল কমানো হচ্ছে, যাদের সেবা প্রতিষ্ঠানের জন্য একেবারেই অপরিহার্য, এমন নয়। বিবিসির পরিচালক এক বিবৃতিতে বলেছেন, এক হাজার জনকে ছাঁটাই করলে মাসে ৫ কোটি পাউন্ড সাশ্রয় হবে। বিবিসিতে ২০১৪ সালের বার্ষিক চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী কর্মীর সংখ্যা ছিল ১৬ হাজার ৬৭২ জন। আগের বছরে এই সংখ্যা ছিল ১৬ হাজার ৫৩৪। ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে সংখ্যাটা কিছু বেশি হলেও ২০১২ সালের চেয়ে প্রায় এক হাজার জন কম। ২০১১ সালেই বিবিসি ঘোষণা দিয়েছিল তারা তাদের কর্মী সংখ্যা কমপক্ষে ২০০০ জন কমাবে। পরে ইধিকতর পর্যালোচনা সাপেক্ষে সে সংখ্যা ৫৮০তে নামিয়ে আনা হয়েছিল। বিবিসির মহাপরিচালক টনি হল বলেন, 'এক হাজার কর্মীকে ছাঁটাই করার ব্যাপারটা খুব কঠিন একটা ব্যাপার হবে। কিন্তু আর্থিক সাশ্রয়ের কারণে কাজটা করতেই হচ্ছে। অপ্রত্যাশিত কিছু ক্ষেত্রে খরচ বেড়ে গেছে; কিন্তু সেভাবে আয় হচ্ছে না। টনি হল বলেন, সাম্প্রতিক সময়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুবই জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নতুন নতুন অনেক সার্ভিস আসছে। তাদের সঙ্গে পাল্লা দেওয়াটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। টনি হল বলেন, এটা একটা কঠিন বার্তা। প্রশাসন বিভাগ থেকে উচ্চপদস্থ অনেক লোককে বাদ দিতে হবে। অর্থায়ন, বাজারজাতকরণ এবং ব্যবস্থাপনা খরচ বেড়ে যাওয়ায় খরচ সংকুলানের জন্যই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।  বিবিসি অবশ্য এরই মধ্যে বছরে ১৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের ব্যবস্থা করেছে। সাত বছর ধরে চলছে এই সাশ্রয়। কিন্তু এর পরেও খরচ সংকোচনের প্রয়োজন হয়ে পড়েছে। তারই পরিপ্রেক্ষিতে নতুন এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে । ব্রডকাস্ট ইউনিয়ন 'বেকটু'র মহাপরিচালক গ্যারি মরিসে বলেছেন, 'আমরা বিবিসির এ উদ্যোগকে স্বাগত জানাই। কারণ প্রশাসনে অনেক ক্ষেত্রে কম কর্মী খাটিয়েও কাজ চালানো যায়।  টনি হল বলেন, আমরা আগেও ব্যবস্থা নিয়েছি। কিন্তু এর পরেও খরচ সামলানোর জন্য নতুন এ সদ্ধান্ত নিতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩