শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় তিস্তা নিয়ে কোনো কথা নয় : মমতা

news-image

বাংলাদেশ সফরে তিস্তা নিয়ে কোনও কথা হবে না৷ স্থলসীমান্ত চুক্তি পড়ে রয়েছে ৫৬ বছর ধরে৷ সেই কাজ করা দরকার৷ সেই জন্যই যাচ্ছি৷ সোমবার টাউন হলে শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ ৬ জুন ঢাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতেই স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হবে৷ এ ছাড়াও হবে কলকাতা-ঢাকা-আগরতলা বাসের উদ্বোধন৷ সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে থাকবেন মমতা ব্যানার্জি৷ মমতা ৫ জুন সন্ধ্যার পর বিমানে কলকাতা থেকে ঢাকায় যাবেন৷ তিনি নিজেই বলেন, স্থলসীমান্ত চুক্তি হয়ে যাওয়ার পরেই, ৬ জুন তিনি কলকাতা ফিরে আসবেন৷

এদিকে বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২৭ জুলাই লন্ডন রওনা হবেন৷ টাউন হলে এদিন শিল্পপতিদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন৷বেশ কয়েকজন শিল্পপতি লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী হচ্ছেন৷ মমতার সঙ্গে যাবেন দলের তিনজন সাংসদ- ডেরেক ও’ব্রায়েন, সুগত বসু ও দেব৷ এ ছাড়া যাবেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ গত বছর আগস্টে বাংলায় বিনিয়োগের ব্যাপারে মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে গিয়েছিলেন৷ সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠক হয়৷ সেখানেও ছিলেন অমিত মিত্র৷ সিঙ্গাপুরে দু’দেশের শিল্পপতিদের নিয়ে বৈঠকও করেন মমতা৷

তিনি তাঁদের বলেন, আপনারা বাংলায় আসুন৷ বিনিয়োগ করুন৷ এখানে শিল্পের সব সম্ভাবনা রয়েছে৷ লন্ডনেও তিনি একই উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন৷ সেখানকার শিল্পপতিদের সঙ্গে তিনি বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন৷ তিনি বলেন, ভুটান থেকেও তাঁর কাছে আমন্ত্রণপত্র এসেছে৷ জানা গেছে, সেপ্টেম্বরে তিনি ভুটান যাবেন৷

এদিকে দিল্লি থেকে আজকালের প্রতিবেদক জানাচ্ছেন: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সোমবার সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সম্মতি না নিয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে না৷ ৬-৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর৷ সুষমা জানালেন, সেই সফরে তিস্তার জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না৷ তিস্তার  ব্যাপারে যে-সিদ্ধান্তই হোক, তা হবে রাজ্য সরকারের মতামত নিয়েই৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা যাচ্ছেন৷ স্থলসীমা চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সময় তিনি উপস্থিত থাকবেন৷ ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধানদের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহিতে একটি সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে৷ এ ব্যাপারে প্রশ্ন করা হলে সুষমা বলেন, ক্রিকেট সিরিজ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷ পাকিস্তান সম্পর্কে ভারতের মনোভাব খুব স্পষ্ট৷ কোথাও কোনও সংশয় নেই৷ সমস্ত বিষয়ে আমরা কথা বলতে প্রস্তুত এবং শান্তিপূর্ণ উপায়ে সেগুলির সমাধান চাই৷ আলোচনা হবে দু’দেশের মধ্যেই এবং এর মধ্যে কোনও তৃতীয় দেশ থাকবে না৷ অন্য দিকে চীন যে পাক-অধিকৃত কাশ্মীরে অর্থনৈতিক করিডর গড়ে তুলছে, সে-বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক চীন সফরের সময় বিষয়টি জোরালো ভাবে তুলেছেন৷ ২৬৷১১-র অভিযুক্ত জাকিউর রহমান লাকভির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ধীর লয়ে করার জন্য চীনের উদ্যোগ ও জঙ্গি সালাউদ্দিনকে নিষিদ্ধ করার ভারতীয় প্রস্তাব রদ করতে চীনের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে সুষমা স্বরাজ বলেন, বেজিংকে এ কথা আগেই বলা হয়েছে৷ ভারত বলেছে, চীনও যখন সন্ত্রাসবাদের শিকার, তখন সন্ত্রাসবাদীদের মধ্যে ভাল বা মন্দ বাছতে যাওয়া উচিত নয়৷ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে জানুয়ারিতে বারাক ওবামার মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন উঠলে সুষমা বলেন, ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যিনিই কথা বলুন, বোঝেন না আমাদের সংস্কৃতি৷ ধর্মীয় সহিষ্ণুতা আমাদের ডি এন এ-র মধ্যে৷ প্রধানমন্ত্রী মোদি নাকি তাঁর বিদেশমন্ত্রীর কর্তৃত্বের পথে চ্যালেঞ্জ? এ প্রশ্নে বিদেশমন্ত্রী বলেন, তিনি চ্যালেঞ্জ নন, সমর্থনের উৎস৷ দৈনিক আজকাল

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী