শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক সচেতনতায় উদ্দীপ্ত তারুণ্য

image_1134_170848ক্যাম্পাস প্রতিবেদক : সব জাতীয় আন্দোলনের সূতিকাগার, রাাজনৈতিক-সামাজিক আন্দোলনের তীর্থভূমি, প্রত্যেক শিক্ষার্থীর চিরকাঙ্ক্ষিত এবং পরম চাওয়া-পাওয়ার একমাত্র স্থান। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। নাম জপলেই যেন মনের ভেতর এক অসম্ভবরকম ভালো লাগার সৃষ্টি হয়, হৃদয়তরী কোনো এক অজানা হাওয়ায় দোল খায়। বসন্তের ছোঁয়ায় যেমন মরা গাছ প্রাণ ফিরে পায় ঠিক তেমনি এর ছোঁয়ায় সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ সম্পন্ন হয়। এর পরশে ব্যক্তি বিপ্লবের অগি্নমন্ত্রে দীক্ষিত হয়ে আলোক মশাল হাতে নিয়ে সব বাধা-ভয় উপেক্ষা করে জাতিকে আলোকিত করতে সচেষ্ট হয়। এজন্যই কি তবে এটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়? সোনার মানুষ তৈরির কারিগর? অনেক চড়াই-উতরাই পার হয়ে সামাজিক-রাজনৈতিক আন্দোলনের পরিপ্রেক্ষিত ১৯২১ সালে সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়টির। কথায় বলে নাড়ির টান বড় টান। এজন্যই কি তবে এ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ভূমিকা এত মুখ্য। দেশ বিভাগের শুরুতেই যখন শকুনি চক্র ভাষার ওপর তাদের কালো থাবা বিস্তার করেছিল তখন একঝাঁক তরুণ দৃপ্ত শপথের অগি্নমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন মাতৃভাষাকে রক্ষার জন্য। গঠন করেছিলেন সংগঠন। এ করেই ক্ষান্ত হলেন না, বুকের তাজা খুন ঢেলে দিয়ে কালো পিচঢালা পথ লাল করে ফিরিয়ে এনেছিলেন মাতৃভাষার ন্যায্য অধিকার। শুধু এখানেই শেষ নয়, '৬২-এর শিক্ষার জন্য আন্দোলন, ৬৬-এর ছয় দফা আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থান এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের তাজা রক্তের ফসল আজকের এই উর্বরা বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রজন্ম কি ভুলে গেছে সেই রক্তঝরা দিনের ইতিহাস, বিস্মৃত হয়েছে কি মানবমুক্তির সেই সংগ্রামের দিনগুলোর কথা? জানতে চেয়েছিলাম ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আবদুর রহিমের কাছে। তিনি বলেন, 'পূর্ব প্রজন্মের রক্তের ফলেই মূলত আজকে আমাদের এই সুন্দর পরিপাটি বিশ্ববিদ্যালয় পাওয়া। আমরা সতত-সর্বদা তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং তাদের চেতনায় উজ্জীবিত'। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন ছাত্র বলেন, 'আমরা আজও বিশ্ববিদ্যালয়ের সেই রাজনৈতিক আলোয় উদ্ভাসিত। সে চেতনা লালন করে আজও পথ চলছি এবং পথ চলব সব সময়'। প্রকৃতপক্ষে এর বাস্তব প্রমাণ মেলে ২ মার্চ পতাকা উত্তোলন দিবসে, ৭ মার্চ বঙ্গবন্ধুর অগি্নঝরা ভাষণের দিবসে এবং সর্বশেষ যখন কুচক্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রে মেতে ওঠে এবং তা ফাঁস হওয়ার পরবর্তীতে। হাজারো শিক্ষার্থীর সস্নোগানে তীব্র প্রতিবাদে প্রকম্পিত হয়ে ওঠে ক্যাম্পাসের আকাশ-বাতাস। সে সস্নোগানের মূল কথা ষড়যন্ত্রকারীরা সাবধান! ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিন্দুমাত্র ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আমরা সুস্থ রাজনীতির বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলে দেশমাতৃকার প্রতি অবদান রাখতে চাই। তোমরা আমাদের নিয়ে কোনো ষড়যন্ত্রে মেতে উঠো না। তার ফল ভালো হবে না। বস্তুতপক্ষে তাদের এ সংগ্রাম বলে দেয় তাদের অধিকার সচেতনতার কথা, বলে দেয় তাদের রাজনৈতিক সচেতনতার কথা। তাদের যোগ্য নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমনটিই প্রত্যাশা সবার।

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার