রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের উদ্ভাবিত প্রাকৃতিক হিমাগারের উদ্বোধন হয়ে গেল রাজশাহীতে

7_110734বাঁশের তৈরি স্বল্পব্যয়ের প্রাকৃতিক হিমাগারের উদ্বোধন করা হবে আজ। সকালে নগরীর চকপাড়া আঁকাফুজি গবেষণা নার্সারিতে এ প্রাকৃতিক হিমাগারের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। প্রাকৃতিক পদ্ধতির এ হিমাগার তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক এম মনজুর হোসেন। তার এ উদ্ভাবনের জন্য অর্থায়ন করেছেন বাংলাদেশ ব্যাংক। হিমাগার তৈরিতে নগরীর মুশরইল এলাকার মিছের আলী নামে একজন ঘরামি কাজ করেছেন। তিনিই খড়ের ছাউনি ও ভেতরের বাঁশের কাজ করেছেন। তিনি বলেন, ছাউনির জন্য চিকন উলুখড় আনা হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে আর বাঁশ আনা হয়েছে রংপুর থেকে। এ বাঁশের তৈরি প্রাকৃতিক হিমাগারটি আরেক ধরনের প্রযুক্তি বাতাসের আর্দ্রতা টেনে শুষে নেবে।

 

৩০০ টন ধারণক্ষমতার এ হিমাগার তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ১৪ লাখ টাকা। যেখানে প্রচলিত পদ্ধতিতে হিমাগার তৈরিতে ব্যয় প্রায় আড়াই কোটি টাকা। বিদ্যুতের কোনো প্রয়োজনই পড়বে না। জলীয় বাষ্পের সাধারণ ধর্মকেই কাজে লাগিয়ে ঘর ঠান্ডা রাখা হবে। দেশে আদা ও পেঁয়াজের কোনো সংরক্ষণাগার নেই। এজন্য কৃষকের ঘরে পেঁয়াজ ও আদা ৬০ শতাংশ নষ্ট হয়ে যায়। সংরক্ষণ করতে পারলে আর পেঁয়াজ ও আদা আমদানি করতে হবে না। এ হিমাগার থেকে কৃষক পেঁয়াজ থেকে ১০০ শতাংশ ও আদা থেকে ২০০ শতাংশ মুনাফা করতে পারবেন। এছাড়াও এক মাসের জন্য মরিচ, বেগুন, ফুলকপি ও বাঁধাকপি সংরক্ষণ করা যাবে। উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক এম মনজুর হোসেন জানান, ২৮ এপ্রিল থেকে হিমাগার তৈরির কাজ শুরু হয়। ৩০০ টন ধারণক্ষমতাসম্পন্ন তিনতলা বিশিষ্ট এ হিমাগারের আয়তন এক হাজার ৭০০ বর্গফুট। বাইরের আয়তন ৬০ বাই ৩০ ফুট। আর ভেতরের ৫৮ বাই ২৮ ফুট। তৈরির উপকরণ হচ্ছে বাঁশ, খড়, টালি, বালি ও সিমেন্ট। এর মধ্যে বাঁশ হচ্ছে ৬০ ভাগ। ১২ ভাগ খড় আর বাকি অংশ ইট-বালি-সিমেন্ট। হিমাগারের ছাউনি দেয়া হয়েছে খড়ের। দেয়াল তৈরি করা হয়েছে ইট দিয়ে। দেয়াল প্লাস্টার না করে তার ওপরে টালি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, স্বল্প খরচে এ হিমাগারে কৃষক ফসল সংরক্ষণ করতে পারবেন। ৮৫ কেজির এক বস্তা আলু এখন হিমাগারে রাখতে কৃষকের ৩৫০ টাকা লাগে, সেখানে এ হিমাগারে কৃষক মাত্র ১০০ টাকায় এক বস্তা আলু রাখতে পারবেন।

-alokitobangladesh

এ জাতীয় আরও খবর

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ হতে পারে

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা

অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস দাবি

বাবর-শাহিনে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তীব্র গরমে মাদরাসাশিক্ষকের মৃত্যু