মানবদেহে ইবোলার টিকার সফল পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক :ইবোলা প্রতিরোধক টিকার মানবদেহে সফল পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তারা বলছেন, যে টিকাটি মানুষের ওপর পরীক্ষা চালানো হয়েছে তা নিরাপদ বলে মনে হচ্ছে। এই টিকা ব্যাবহারের পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইবোলা ভাইরাসকে শনাক্ত করে তা মোকাবেলা করতে পারবে বলে তারা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে- তাদের গবেষণাগারে ২০ জন মানুষের ওপর এই টিকার পরীক্ষা চালানো হয়।
তাদের শরীরে টিকাটি দেবার পর ইবোলা ভাইরাস শনাক্ত করতে পেরেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। টিকাটি ব্যবহারে আপাতত কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়নি।
পশ্চিম আফ্রিকায় ইবোলার ভয়াবহ মহামারি দেখা দেবার পর ইবোলার একটি প্রতিষেধক তৈরিতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়।
গবেষকরা বলছেন, যদি আরো পরীক্ষায় সফলতা দেখা গেলে এই টিকা জানুয়ারির মধ্যে পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগীদের সেবা দানকারী কয়েক হাজার স্বাস্থ্যকর্মীকে দেয়া হবে।
২০১৫ সালের মাঝামাঝি এই টিকা বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার চেষ্টা করা হবে।