শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্যামসাংয়ে তোলপাড়!

5938240962569182cf1b3c657b501ae3-2014-04-10-02.21.34

আন্তর্জাতিক ডেস্ক :তোলপাড় চলছে স্যামসাংয়ে। বড় ধরনের রদবদলও আসছে স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল ফোন বিভাগের নেতৃত্ব পর্যায়ে। আর এর পেছনে রয়েছে মোবাইল বিক্রি থেকে মুনাফা কমে যাওয়ার বিষয়টা।

বেশ কিছুদিন ধরেই স্যামসাংয়ের মোবাইল ফোন বিভাগ থেকে মুনাফা কমছে। চীনা স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটিকে। স্যামসাংয়ের নিয়ন্ত্রক লি পরিবার স্যামসাংয়ের মোবাইল ফোন ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের রদবদল আনছে। এক খবরে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

এত দিন স্যামসাং গ্রুপের দায়িত্বে ছিলেন লি কুন হি। এ বছরের মে মাসে হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁর ছেলে লি জে ওং স্যামসাং গ্রুপের দায়িত্ব পালন করছেন। প্রথমবারের মতো তাঁর অধীনে স্যামসাংয়ের ব্যবস্থাপনা পুনর্গঠিত হতে যাচ্ছে। স্যামসাংয়ের অধীনে ৭০টি কোম্পানি রয়েছে। ব্যবস্থাপনায় রদবদল হলে শত শত নির্বাহীর পদে রদবদল হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 

বাজার বিশ্লেষকেরা বলছেন, স্যামসাংয়ের নতুন এই পদক্ষেপ তাদের নতুন মোড় বলে বিবেচিত হবে। এই পরিবর্তনের মাধ্যমে লি পরিবার তাদের সাম্রাজ্য পুনর্গঠন করে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দিচ্ছে।

সম্প্রতি স্যামসাং আগামী বছরে নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনার হার ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া বাজার ধরে রাখতে স্মার্টফোনের দাম কমানোর ঘোষণাও দেওয়া হয়েছে। 

নমুরা হোল্ডিংসের বিশ্লেষক চু চ্যাং ওন জানিয়েছেন, মোবাইল বিভাগের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনছে স্যামসাং। মোবাইল বিভাগের শীর্ষ নেতৃত্বের মধ্যে যাঁরা ভুল পদক্ষেপ নিয়েছিলেন, তাঁদের খেসারত দিতে হতে পারে।

এস৫: স্যামসাংয়ের দুর্দশা

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এস৫ নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে—যাতে বলা হয়েছে, স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫-এর ৪০ শতাংশ এখনো গুদামে পড়ে রয়েছে! 

স্যামসাংয়ের এস৫ নিয়ে ফোর্বস অনলাইন তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে ‘আনসোল্ড, আনওয়ান্টেড, আনলাভড’। এস৫ নিয়ে স্যামসাং যে জুয়া খেলেছিল তা বিফলে গেছে বলেই ফোর্বস লিখেছে। অবশ্য স্যামসাংয়ের দাবি, এ ফোনটি বেশ জনপ্রিয় হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত এক কোটি ২০ লাখ ইউনিট গ্যালাক্সি এস৫ বিক্রি হয়েছে, যা গত বছরের ওই সময়ে বিক্রি হওয়া এস৪-এর চেয়ে ৪০ লাখ ইউনিট কম। এর অর্থ, এস৫ আশানুরূপ বিক্রি হয়নি। স্যামসাংয়ের বড় বাজার চীনে প্রথম ছয় মাসে ৫০ শতাংশ কম এস৫ বিক্রি হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রেই এস৪-এর চেয়ে বেশি এস৫ বিক্রি করতে পেরেছে স্যামসাং।

অবশ্য ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে জুন মাসের পরের তথ্য ব্যবহার করা হয়নি। তবে বাজারের অবস্থা ও স্যামসাং মোবাইলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাজার বিশ্লেষকেরা আশা করছেন পরবর্তী সময়ে এস৫ বিক্রি বেড়েছে। ভারতে ও বাংলাদেশেও এস৫ স্মার্টফোনটির দাম কমানো হয়েছে। বাংলাদেশে ৫৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে এস৫।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩