শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগর ভূমি অফিসে লোকবল সংকটে অচলাবস্থা

nasirnagor upazilaনাসিরনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শূন্য পদটি প্রায় পাঁচবছর পর পূরণ হলেও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি সংকটে বিরাজ করছে অচলাবস্থা। বর্তমানে  প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক ও ৬ জন অফিস সহকারীর স্থলে মাত্র দু’জন অফিস সহকারী থাকায় অফিসের কার্যক্রম পরিচালনায় অচলাবস্থা বিরাজ করছে।তাড়াছা দীর্ঘদিন যাবত্ এসিল্যান্ড অফিসে কোন এমএলএসএস (অফিস সহায়ক) ও নিরাপত্তা প্রহরী নেই।  এদিকে উপজেলার ১২টি ইউনিয়ন ভূমি অফিসের ১২ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ১১ জন, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তার স্থলে ৩ জন ও ২৪ জন এমএলএসএস (পিয়ন)-এর স্থলে মাত্র ২১ জন কর্মরত রয়েছে।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) সরকার আবদুল্লাহ আল মামুন বাবু জনবল সংকটের কথা স্বীকার করে জানান, কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর পদগুলো শূন্য থাকায় স্বাভাবিকভাবেই কার্যক্রমে কিছুটা ব্যাঘাত সৃষ্টি  হচ্ছে।