শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় স্বামী গ্রেপ্তার বাংলাদেশীকে দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ!

safe_image.phpমালয়েশিয়ায় এক স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে এক বাংলাদেশী শ্রমিককে দিয়ে যৌনমিলনে বাধ্য করেছে। এই অভিযোগে পুলিশ অভিযুক্ত স্বামী ও নিজাম নামের ওই বাংলাদেশী শ্রমিককে গত সোমবার গ্রেপ্তার করেছে। গতকাল এই খবর দিয়েছে মালয়েশিয়া দ্য স্টার অনলাইন। তবে পত্রিকাটি স্বামী ও স্ত্রীর জাতীয়তা বা তাদের পরিচয় প্রকাশ করেনি। ঘটনাটিকে মালয়েশিয়া দণ্ডবিধির ৩৭৬ ধারার আওতায় ধর্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে।  
প্রতিবেদনে বলা হয়, পেতালিং জয়ার গোমবাক ওসিপিডি সহকারী কমিশনার আলি আহমাদ মঙ্গলবার বলেন, মহিলার বয়স ২৭। তিনি অন্তঃসত্বা। গত রোববার রাত সাড়ে দশটা হবে। তিনি স্বামীর কাছ থেকে একটি ফোন পেলেন। তাকে বলা হলো, রাতে সে একজন বাংলাদেশী লোককে নিয়ে ফিরবে। তার সঙ্গে তাকে শুতে হবে। 

ওই পুলিশ কমিশনারের বর্ণনামতে, ‘স্বামীর ফোন পেয়ে আতঙ্কিত মহিলা বাসা ত্যাগ করেন। এবং পুলিশের সাহায্য চান। কারণ এবারই প্রথম তিনি স্বামীর কাছ থেকে এরকম ফোন পাননি। এর আগেও ওই বাংলাদেশী লোকটির সঙ্গে তাকে যৌন মিলন করতে হয়েছে। লোকটির বয়স ২৬। সে একজন শ্রমিক এবং তার নাম নিজাম। তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু তার জানা নেই। ইতিপূর্বে তাকে এই নিজামের সঙ্গে দুই থেকে তিনবার রাত কাটাতে হয়েছে। ‘তখন আমার পেটে বাচ্চা আসার ৭ মাস হয়েছে। গত জুলাই মাস। আমি প্রথম আমার স্বামীর কাছ থেকে ওই কুপ্রস্তাব পাই।’ পুলিশের কাছে এভাবে বর্ণনা দিয়েছেন ওই নারী। তার অভিযোগ, তার স্বামী তার বন্ধুর সঙ্গে প্রথমে তার যৌনক্রিয়ারত দৃশ্য দেখতো। এক পর্যায়ে উত্তেজিত হওয়ার পরে তার সঙ্গে মিলিত হতো। তবে স্ত্রীকে ব্যবহার করতে দেয়ার বিনিময়ে নিজামের কাছ থেকে তার স্বামী কোন অর্থ নেয়নি বলেও মহিলা উল্লেখ করেন।

মহিলাকে সেলেয়াং হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। সেখানে তার মেডিকেল চেক-আপ হবে। পুলিশ বলেছে, আমরা চো কিট এলাকার একটি খেলনা দোকান থেকে নিজাম ও স্বামীকে তার তামান দয়াকেপং-এর বাড়ি থেকে গ্রেপ্তার করেছি। এসিপি আলী বলেন,  উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয়া হবে।     


 

 

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা