ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ
প্রতিনিধি ॥ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলীয় জোট বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। বিকেল ৫ টায় স্থানীয় রেল গেট থেকে নেতা কর্মীরা মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয়। সামবেশে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, হাজী জাহাঙ্গীর, যুবদলের মুনির হোসেন, ছাত্রদলের ইয়াসিন মাহমুদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রতারণা ও প্রহসনের নির্বাচনের নামে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গিয়ে বাকশাল কায়েম করছে। সরকারের বাকশালী সকল পদক্ষেপ জণগণকে নিয়ে তীব্র আন্দোলন করে প্রতিহত করা হবে। বক্তারা সরকারের পতন আন্দোলনে সর্বস্তরের জণগণকে অংশগ্রহণের আহবান জানান।