পিছু হটল ইসরাইল, গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা

ইসরাইলি সেনার একজন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার সাংবাদিকদের জানান, গাজা উপত্যকার বাইরে প্রতিরামূলক অবস্থানগুলোতে সেনারা অবস্থান করবে এবং তা বজায় রাখবে।ইসরাইলি গণমাধ্যমের দাবি, সংঘাতের প্রধান উদ্দেশ্য ছিল হামাসের সুড়ঙ্গগুলো ধ্বংস করা। এই উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছে।
৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পরপরই হামলা শুরুর ২৮ দিনের মাথায় মঙ্গলবার সকালে তেলআবিব এ ঘোষণা দিয়েছে।
এর আগে মিশরের প্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস উভয়পক্ষ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ইতিমধ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করলেও প্রতিবারই তা লঙ্ঘন করেছে বর্বর ইসরাইল।
রোববার জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলে হামলার পর জাতিসংঘ ও ওয়াশিংটনের কড়া সমালোচনার মুখে ইসরাইল সোমবারের ওই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
গাজার সরকারি সূত্র জানিয়েছে, চার সপ্তাহ ধরে চলা সংঘর্ষে এক হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যপক্ষে ৬৭ জন ইসরাইলি নিহত হয়েছেন। সূত্র: বিবিসি/রয়টার্স