বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৩ কেভি লাইনে ক্রটির কারণে নাসিরনগরে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ গ্রাহকদের দূর্ভোগ চরমে

loadsheddingবার্তা কক্ষঃনাসিরনগর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের ঘটনায় পরিনত হয়েছে। তা বার বার বিদ্যুতের আসা-যাওয়ার কারনে অনেক গ্রাহকের বাড়ির বাল্ব,পাখা,টিভি,ফ্রিজ ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি সাধিত হচ্ছে। পল্লী বিদ্যুতের এই ভানুমতির খেলার কারণে গ্রাহকদের চরমে পৌছেছে। এমন করুণ অবস্থা এর আগে কখনো ঘটেনি। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পর ঘন্টাখানেক পর আসে। আবার দিনে-রাতে চলে গেলে কখন আসবে আদৌ সারা রাত আসবে কিনা বলা মুশকিল। এমনি ভাবে প্রতিনিয়ত দুঃসহ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে উপজেলাবাসীকে। দিনে-রাতে সব মিলিয়ে কতবার বিদ্যুৎ চলে যায় আর আসে তা বুঝা দায়। বিশেষ করে নাসিরনগর উপজেলায় বিদ্যুত সরবরাহ ক্ষেত্রে শাহবাজপুর উপ-কেন্দ্রে ব্যবস্থায় ক্রটির কারণে গরম ও বর্ষাকালে গ্রাহকরা দূর্ভোগের শিকার হচ্ছে। জোরে বাতাস বইলে,আকাশে মেঘ জমলে বা বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় নাসিরনগর উপজেলার বিদ্যুত সরবরাহ। জানা যায়, পিডিবির আমলে নির্মিত আশুগঞ্জ বিদ্যুৎ উপ-কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভির পুরাতন লাইনের মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। এ পুরনো লাইনের এখন ভগ্নদশা। খুঁটি ও তারে জং ধরেছে। আয়ুস্কাল গেছে বহু আগেই। ৩৩ কেভি বিদ্যুত লাইনটি  আশুগঞ্জ বিদ্যুৎ উপ-কেন্দ্র থেকে শাহবাজপুর বিদ্যুৎ উপ-কেন্দ্র হয়ে মাধবপুর দিয়ে নাসিরনগরে এসেছে। কিন্তু শাহবাজপুর পিডিবির উপকেন্দ্র থেকে সরাইল পিডিবির অফিসের অবহেলায় ও কতিপয় লাইনম্যানের মাধ্যমে প্রায় বন্ধ করে দেয়া হয় বিদ্যুত সরবরাহ এমন অভিযোগ দীর্ঘদিনের। তাছাড়া আকাশে মেঘ জমলে,বাতাস বইলে,ঝড়-বৃষ্টি হলে গাছ বা গাছের ডাল পড়ে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। দমকা বাতাসেও স্পার্ক করে ছিঁড়ে যায়। বিকালে বা সন্ধ্যার পরে এ ধরনের দূর্ঘটনা ঘটলে র্দীঘ সময়ের জন্য বিদ্যুত বিভ্রাটের শিকার হন নাসিরনগরের গ্রাহকরা। অথচয় এসময়ে বিশেষ করে রাতে বেলায় নাসিরনগর থেকে পল্লী বিদ্যুতের লোকজন শাহবাজপুর বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়ে লাইন অপারেশন(চালু) করা অসম্ভব হয়ে পড়ে। তখন গোটা নাসিরনগর থাকে অন্ধকারে। তখন যেন দেখার কেউ নেই ? এদিকে দীর্ঘদিনের দাবি ও পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে গত ২০১২ সালে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের স্বাক্ষরিত এক পত্রে ১.৮ মিলিয়ন প্রকল্পের আওতায়  আশুগঞ্জ  বিদ্যুৎ উপ-কেন্দ্র থেকে নাসিরনগর পর্যন্ত ৩০ কিলোমিটার নতুন ৩৩ কেভি লাইন নির্মানের প্রস্তাব প্রেরন করা হয়। তা দ্রুত বাস্তবায়ন করে নাসিরনগরবাসী বিদ্যুতের লোডশেডিংয়ে ভোগান্তি ও দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি চায়।  পল্লী বিদ্যুৎ বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (নিপুর) সিদ্দিকুর রহমান তালুকদার পিডিবির পুরাতন লাইনে সমস্যা হচ্ছে স্বীকার করে জানান  পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আশুগঞ্জ  বিদ্যুৎ উপ-কেন্দ্র থেকে সরাসরি নাসিরনগর পর্যন্ত নতুন লাইন নিমার্ণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। তা বাস্তবায়ন হলেই উল্লেখিত সমস্যার সমাধান সম্ভব । সুত্রঃ newsbrahmanbaria

এ জাতীয় আরও খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা ইউরোপের ৩ দেশের

নিপুনকে বয়কটের দাবিতে এফডিসি চত্বরে মিছিল

নেত্রকোনার সাবেক এমপি মানু মজুমদার মারা গেছেন

এমপি আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আজিজ আহমেদের নিষেধাজ্ঞার জন্য দায়ী সরকার: মির্জা ফখরুল

এমপি আজীমকে হত্যা করেছে বাংলাদেশের অপরাধীরা: ডিবি হারুন

আমাকে যারা এতিম করল তাদের বিচার চাই: এমপি আজীমের মেয়ে

যে ফ্ল্যাটে হত্যার ধারণা, সেখানে এমপি আজীমের লাশ মেলেনি: পররাষ্ট্রমন্ত্রী

আজীম এমপির লাশ মেলেনি, খুঁজছে ভারতের পুলিশ

নিখোঁজ আজীম এমপি কলকাতায় খুন

সরাইলে জমি থেকে বৃদ্ধের মরদের উদ্ধার

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফখরুল