রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানো বাংলাদেশের খেলোয়াড়দের ছবি প্রকাশ

11111১৯৯০ সালে ডেনমার্কে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়েছিল। এবং সেরা এই দুই দলকে হারানো বাংলাদেশের খেলোয়াড়দের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী পোস্ট দিয়েছেন।

ছবিটির ক্যাপশনে লেখা হয়, ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব ১২ দলকে হারিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব ১২ দল (বিকেএসপি)।

ব্রাজিলের সেই দলে ছিলেন তারকা খেলোয়াড় রোনালদিনহোও এবং ব্রাজিল হেরেছিল ৬-০ গোলে। অন্যদিকে আর্জেন্টিনা হেরেছিল ৩-১ গোলে।

কিন্তু বাংলাদেশের বিকেএসপির দলে যারা খেলেছিলেন তাদের বয়স ১৭ থেকে ১৮ ছিল, এমন অভিযোগও ক্যাপশনে করা হয়।

বিষয়টি কী গৌরবের নাকি লজ্জার, এমন শিরোনামে ছবিটি পোস্ট করেছেন ইপন শামসুল। তবে তথ্য ও ছবি সংগ্রহ করা এটাও লিখেছেন তিনি। তার স্ট্যাটাসটা তুলে ধরা হলো:

"এটা কি গৌরব নাকি লজ্জার"

এই সেই বাংলাদেশের দল, যার আছে একমাত্র বাঙালি দল হিসেবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর কীর্তি !!!

১৯৯০ সাল। ডেনমার্কের Dana cup/Gothia cup যে কোন একটা হবে। অনুর্ধ্ব ১২ ফুটবলের আসরে বাংলাদেশ (BKSP) ৬-০ গোলে হারায় ব্রাজিলকে !! আর্জেন্টিনাকে হারায় ৩-১ গোলে !!

১৯৯০ তে বয়সভিত্তিক ফুটবলে ৬-০ তে হারা ব্রাজিলের ওই দলে ছিলেন রোনালদিনহো !!!

হায়, আজ আমরা মেসি নেইমারদের নিয়ে পড়ে আছি অথচ আমাদেরও ফুটবলের সোনালী অতীত ছিল…

* অনুর্ধ ১২ দলগুলির সাথে লড়েছিল বখতিয়ার বাহিনী । যাদের গড় বয়স ছিল ১৭-১৮ । (collected)

ছবিটি ফেসবুকে পোস্ট করার পর থেকেই অনেকে মন্তব্য করছেন এবং শেয়ার করছেন। কিন্তু ছবির ক্যাপশনের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও উইকিপিডিয়া ঘেঁটে এটা নিশ্চিত হওয়া গেছে যে, ১৯৯০ সালে বাংলাদেশের বিকেএসপি Dana cup এবং Gothia cup -এ খেলেছিল।

সুত্রঃ প্রিয়.কম