ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ লালপুর ইউনিয়নের বাজেট ঘোষণা
বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন চেয়ারম্যার মো. মোর্শেদ মাস্টার। এতে ৭১লাখ ৮০ হাজার ৮৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়ে। বাজেটে আয় ধরা হয়েছে ৭১লাখ ৮০ হাজার ৮৫০ টাকা এবং ব্যয় ৭১ লাখ ১০হাজার ৩৫০ টাকা ধরা হয়। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৭০ হাজার ৫০০ টাকা। মোর্শেদ মাস্টারের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক ভাইস চেয়ারম্যান ডা. হাজী দানা মিয়া, লালপুর এসকে দাস চৌধূরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, সাংবাদিক মুহাম্মদ মোজাম্মেল হক, নূরুল হুদা মাস্টার প্রমুখ। এতে ইউনিয়নের সকল পুরুষ ও মহিলা মেম্বারগন উপস্থিত ছিলেন।