রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ডেমো ট্রেনের স্টপিজ তুলে নেয়ায় কসবায় যাত্রীদের দূর্ভোগ

dimo trainবার্তা কক্ষঃভোর ৪.৫৫ মিনিটে আখাউড়া থেকে ছেড়ে আসা কুমিল্লা অভিমুখী ডেমো আপ ট্রেনের স্টপিজ কসবা রেল ষ্টেশন থেকে তুলে নেয়ায় যাত্রী সাধারণের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে পুনরায় কসবা রেল ষ্টেশনে ডেমো ট্রেনের স্টপিজ দেয়ার জন্য রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে কসবা রেল ষ্টেশনে নোটিশের মাধ্যমে জন সাধারণকে অবহিত করা হয় যে, রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৫ জুন থেকে ডেমো আপ ট্রেনের স্টপিজ তুলে নেয়া হয়েছে। ফলে জন সাধারণের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লেখ্য সকালে কুমিল্লার দিকে যাওয়ার একটি জালালাবাদ লোকাল ট্রেন কসবা ষ্টেশনে স্টপিজ থাকলেও যথা সময়ে ট্রেনটি যাতায়াত না করায় ঘন্টার পর ঘন্টা যাত্রী সাধারণকে বসে থেকে চরম দূর্ভোগ পোহাতে হয়। ডেমো ট্রেনের মাধ্যমে এলাকার জনগণের দূর্ভোগ অনেকটা লাঘব হয়েছিল।
এ ব্যাপারে কসবা রেল ষ্টেশনের সহকারী ষ্টেশন মো: আব্দুল জব্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডেমো আপট্রেনের স্টপিজ তুলে নেয়া হয়েছে।