ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইয়াছিন ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, দুপুরে ইয়াছিন খামারে থাকা ময়লার স্তুপ পরিস্কার করার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎতায়িত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।