বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস

fathers day(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম)আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আজকের দিনটিকেই আলাদা করে নিয়েছে ছেলে-মেয়েরা। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার, বিশ্বের ৫২টি দেশে পালিত হয় দিনটি। সন্তানের কাছে বাবার বিকল্প নেই কেউ। আদর শাসন আর নির্ভরতার প্রতীক তিনি অমর, ছায়া হয়ে অন্ধকারে দেখান আলোকরেখা। নিদাঘ সূর্যের নিচে সন্তানের, অমল-শীতল ছায়া তিনি বাবা। পিতার প্রতি সন্তানের শ্রদ্ধা–উপলক্ষহীন। তবুও, বাবাকে শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর ইচ্ছা থেকেই সূচনা বাবা দিবসের। ১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার ভার্জেনিয়ার এক গির্জায় প্রথম পালন করা হয় দিনটি। পরে সে দেশেরই মেয়ে, সানোরা স্মার্ট ডট, বাবাকে স্মরণ করে পালন করা শুরু করে দিনটি।

এ জাতীয় আরও খবর