সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কসবার জনু মিয়া ভারতের কারাগারে

BSF..........ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের ধরে নিয়ে যাওয়া জনু মিয়া নামে কৃষককে অবশেষে ভারতের কারাগারে পাঠানো হয়েছে।শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জেলহাজতে তাকে পাঠানো হয়েছে। কৃষক জনু মিয়া পুটিয়া গ্রামের কৃষক চাঁন মিয়ার ছেলে।গত বৃহস্পতিবার উপজেলার বায়েক ইউনিয়নের ভারত সীমান্তবর্তী পুটিয়া গ্রাম থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।বিজিবি জানায়, ত্রিপুরার আশাবাড়ি থানা পুলিশ কৃষক জনু মিয়াকে গ্রেফতার দেখিয়ে শনিবার আগরতলার জেলহাজতে পাঠিয়ে দেয়।বিজিবির ১০ ব্যাটালিয়নের (কুমিল্লা অঞ্চল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সহিদুর রহমান জানান, ভারতীয় নাগরিক ভেবে জনু মিয়াকে বিএসএফ ধরে নিয়ে যায়। তাকে ছাড়িয়ে আনতে ইতোমধ্যেই বিএসএফের কাছে জাতীয় পরিচয় পত্রের কপি পাঠানো হয়েছে। তাছাড়া এ ব্যাপারে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে তিনটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 



পতাকা বৈঠকে ভারতের পক্ষ থেকে জানানো হয়, জনু মিয়া ভারতীয় নাগরিক। ভারতে তার এক স্ত্রী বসবাস করছে। তাছাড়া ত্রিপুরার আশাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


 

এ জাতীয় আরও খবর