রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনেমায় ফিরছেন শাবানা!

sabanaবিনোদন ডেস্কঃ চলচ্চিত্র জগত থেকে বিদায় নিয়েছেন সেই কবে। পারি জমিয়েছেন প্রবাসে। তবে মাজগে মাঝে নিজের দেশে ফিরে এলেও চলচ্চিত্র জগত থেকে দূরেই ছিলেন এবং জানিছিলেন ক্যামেরার সামনে আর আসতে চান না তিনি। তবে কি নিজের সিদ্ধান্ত পাল্টালেন এই অভিনেত্রী? চিত্রনায়িকা শাবানা দীর্ঘদিন পর দেশে এসে নিজের এসএস মুভিজের ব্যানারে নতুন চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তখন কিছু জটিলতার কারণে এ উদ্যোগ আর এগোননি। তবে পারিবারিক কাজে দেশের বরেণ্য এই অভিনেত্রী ঈদের পর ঢাকায় আসবেন বলে জানা যায়। নিউইয়র্কবাসী সংস্কৃতিকর্মী শেখ সাথী বলেন, "আমার সাথে ম্যানহ্যাটানে দেখা হয় তার সাথে। তার সাথে কুশল বিনিময় করি। প্রবাসী বাঙালি হিসেবে শাবানা আপুর সাথে পরিচয় রয়েছে আগে থেকেই। তিনি জানালেন, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা যাবেন তিনি। এছাড়া নতুন ছবির কথা উঠলেই শাবানা বলেন, আমি তো চাই আমাদের ছবির প্রডাকশন হাউসটিকে আবারও নতুন করে জাগিয়ে তুলতে। ইচ্ছে আছে বড় ধরনের কিছু করার। এ বছরই আশা করছি, দুই বাংলার শিল্পীদের নিয়ে নতুন কিছু উদ্যোগ নেবো। কারণ এখনকার চলচ্চিত্রের খবরে আমি নিজেও দারুণ আশাবাদী। অনেকেই ভালো করছে। তরুণরাই আবার চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনবে। আমি চাই প্রযোজনা বা পরিচালনা যাই করি, নতুনদের নিয়ে কাজ করতে। উল্লেখ্য, শাবানা বেশ কিছুদিন ঢাকায় অবস্থানের পর যশোরে যাবেন আত্মীয় ও এলাকাবাসীদের সাথে কিছুটা সময় কাটাতে।' ঈদের পর ঢাকায় এসে নিজের প্রযোজনা সংস্থার কাজ ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন তিনি। সেক্ষেত্রে নতুন ছবির ঘোষণাও আসতে পারে।

এ জাতীয় আরও খবর

শিশু আয়ান : দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

অস্কারে মনোনয়ন পেল কানে পুরস্কৃত ৮ সিনেমা

শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে

ফরিদপুরে মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৬

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ওয়ান/ইলেভেন চাই না, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই

সতর্ক না হলে বিএনপির ভবিষ্যৎ কী হবে জানি না: ফয়জুল করীম

হাজার কোটি টাকায় নলকূপ বসাতে চায় ওয়াসা, ঝুঁকির মুখে ঢাকা

মার্কিন স্বপ্নে বিভোর ভারতীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছে ট্রাম্পের ভিসা নীতি

৪ নারী সেনার বিনিময়ে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

‘আওয়ামী লীগপন্থি’ রিয়াজুলই থাকছেন এনসিটিবির চেয়ারম্যান!