শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অভিবাসন ব্যয় শূন্যে নামাতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিদেশ যাওয়ার ব্যয় শূন্যে নামিয়ে আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মন্ত্রী।





সম্প্রতি সুইডেনের স্টকহোমে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) সভা শেষ করে দেশে ফিরে মন্ত্রী ওই সংবাদ সম্মেলন করেন।





খন্দকার মোশাররফ বলেন, ‘অভিবাসন-খাতের সবচেয়ে বড় সমস্যা অভিবাসন খরচ। একজন শ্রমিক যদি তিন-চার লাখ টাকা খরচ করে বিদেশে যান, তাহলে সেই টাকা তুলতে তাঁকে অতিরিক্ত সময় থাকতে হয়। ফলে তিনি অবৈধ হয়ে পড়েন। এতে আরও নানা সমস্যা তৈরি হয়। কাজেই অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনতে হবে।’





অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনতে জিএফএমডি সভায় প্রস্তাব দিয়েছেন বলে জানান মন্ত্রী। সেখানে তিনি বলেন, এটা করা গেলে দালালপ্রথা বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।


জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের এই প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে ওই সভায় জানিয়েছেন।





খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শ্রমিক প্রেরণকারী ও গ্রহণকারী দুই দেশকেই সমস্যাটি বুঝতে হবে। দুই দেশ চাইলেই খরচ শূন্যে নামিয়ে আনা যাবে।’





এবারের সফরের সময় ডেনমার্কেও গেছেন মন্ত্রী। সেখানকার পরিস্থিতি উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন জানান, দেশটিতে প্রায় পৌনে তিন হাজার বাংলাদেশি কর্মরত। তারা আরও লোক নিতে চায়। তবে তাঁদের প্রশিক্ষিত হতে হবে।





মালয়েশিয়ায় বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, তারা যদি পারেন, তবে লোক পাঠাক। তবে অবশ্যই সরকারি নিবন্ধন থেকে কর্মী নিতে হবে।


এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, সৌদি আরবেও এখন লোক যাচ্ছেন।





সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা