শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নূর হোসেনের বান্ধবী আটকের পর মুক্ত (ভিডিও)

Nilaডেস্ক রির্পোট : নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের এক নম্বর আসামি নূর হোসেনের বান্ধবী ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসী নীলাকে গতকাল রবিবার গোয়েন্দা পুলিশ আটক করে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। এসময় তার কাছে নূর হোসেন সম্পর্কে নানা তথ্য জানতে চায় গোয়েন্দা পুলিশ। সেভেন মার্ডারের সঙ্গে নূর হোসেনের সংশ্লিষ্টতা সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করে ডিবি। কাউন্সিলর নীলা অপরাধ জগতের ডন নূর হোসেনের প্রায় সকল অপকর্ম কাছ থেকে দেখেছেন। তাই নীলার কাছে নূর হোসেনের অপরাধ জগতের না জানা অনেক ঘটনার বিষয় জানতে চায় পুলিশ। সেভেন মার্ডারের পরদিন ২৮ এপ্রিল দুপুর পৌনে ১২টায় নূর হোসেন নীলাকে ফোন করে বলে, তুই আমাকে না বলে ভারতে গিয়েছিস। আমি ভারতে আসছি। তোকে এবার শেষ করবো। হত্যাকা-ের ঘটনার আগে থেকেই নীলা তার বাবা আব্দুল মোতালেবের চিকিৎসার জন্য ভারতে ছিলেন বলে জানান। নূর হোসেন ফোনে হুমকি দেয়ায় ভারতে নীলা তার অবস্থান পরিবর্তন করেন।


গতকাল রবিবার নজরুলসহ সেভেন মার্ডারের ঘটনায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে গণশুনানিতে নীলা অংশ নেন। জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি এই গণশুনানি পরিচালনা করছে। কাউন্সিলর নীলা গণশুনানিতে অংশ নিয়ে তার মাইক্রোবাসযোগে সিদ্ধিরগঞ্জের বাসায় ফিরছিলেন। নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকার ফায়ার স্টেশনের সামনে ডিবি পুলিশ কর্মকর্তারা সন্ধ্যায় নীলাকে আটক করে। পরে জেলা ডিবির কার্যালয়ে নিয়ে নীলাকে জিজ্ঞাসাবাদ করে রাত পৌনে ৯ টায় ছেড়ে দেয়। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে নীলা সিদ্ধিরগঞ্জ ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসন থেকে কাউন্সিলর প্রার্থী হন। নীলা সিদ্ধিরগঞ্জ মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক। কাউন্সিলর প্রার্থী হওয়ার পর নীলা সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সকল স্তরের নেতাদের সঙ্গে নির্বাচনে সহযোগিতার বিষয়ে দেখা করেন। সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর নূর হোসেনের সঙ্গে তার কাঁচপুর সিমরাইলের বাসায়ও দেখা করেন। ওই সময় নূর হোসেন সুন্দরী নীলাকে টার্গেট করেন বলে তার এক ঘনিষ্ঠ সহযোগী জানান। নির্বাচনে নীলাকে অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করেন নূর হোসেন। নীলা তখন বুঝতে পারেনি নূর হোসেন তাকে পাওয়ার জন্য এই সহযোগিতার হাত বাড়িয়েছে। নির্বাচনে নীলা কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকে আন্ডার ওয়ার্ল্ডের ডন নূর হোসেনের আসল চরিত্র নীলার সামনে ফুটে উঠে। নীলার স্বামী আবু সায়েম সোবহানের ব্যবসা প্রতিষ্ঠান, নীলার বাবা আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেবের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয় নূর হোসেন। নিজের জীবন ও একমাত্র কন্যার জীবন, পিতা- মাতা এবং স্বামীর জীবন রক্ষার্থে নীলা নূর হোসেনের কাছে জিম্মি হয়ে পড়েন। নূর হোসেনের সঙ্গে দৈহিক মেলামেশা থেকে শুরু করে তার সব কিছুই নীলা নিরবে সহ্য করেন। জানা যায়, যাত্রাবাড়ী এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে নীলা ও নূর হোসেন থাকতেন। নূর হোসেন মাদক, অস্ত্র ব্যবসা, পরিবহন সেক্টরে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসসহ অপরাধ জগতের সকল অপকর্ম বিনা বাধায় সম্পন্ন করে কোটি কোটি টাকা কামায়। পুলিশ, র‌্যাব, দলীয় নেতা, সাংবাদিকসহ প্রশাসনের একশ্রেণির কর্মকর্তা প্রতিদিন নূর হোসেনের বাসা কিংবা সিমরাইল ট্রাক স্ট্যান্ডের অফিসে এসে টাকার প্যাকেট নিয়ে যেত। নীলা বলেন, তিনি এদের অনেককে চিনেন। জানান, প্রশাসনের সহযোগিতায় কিভাবে একজন ট্রাক হেলপার থেকে অপরাধ জগতের ডন হন নূর হোসেন। এগুলো কাছ থেকে নীলা নিরবে দেখেছেন। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে এমন কোন নেতা নেই যার পকেটে নূর হোসেনের টাকা যায়নি। ইত্তেফাক

 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার