ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘটের ডাক
ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ায় ছয় দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
রোববার রাতে এ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক-মালিক ঐক্য সংগ্রাম পরিষদ।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান চৌধুরী অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের বিষয়টি নিশ্চত করেন।
সূত্রমতে, গত দুই মাসে মালিকদের সাতটি গাড়ি পুড়িয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনার বিচার, বৈধ গাড়ি চলাচলের সুযোগ দেয়া, শহরের সুলতানপুর-কাউতলী রোডে যান চলচলের পর্যাপ্ত জায়গা দেয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে শ্রমিক-মালিক ঐক্য সংগ্রাম পরিষদ।
এসব দাবির পরিপেক্ষিতে সোমবার থেকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মিনিবাস মালিক সমিতি যৌথভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।