কসবায় বিএনপির গণঅনশন অনুষ্ঠিত
প্রতিনিধি :: সারাদেশে গুম-খুন,অপহরণ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় গণঅনশন কর্মসূর্চি ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের উদ্যোগে আজ রবিবার সকাল থেকে পালন করেছেন।
কসবা উপজেলার পুরাতনবাজারস্থ বিএনপির কার্যালয়ের নীচে কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির গসাধারণ সম্পাদক মোঃ ইকলিল আজম।
কসবা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান বাবুর পরিচালনায় গণঅনশন কর্মসূচিতে কসবা উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক রতন,পৌর যুব দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,উপজেলা যুবদলের সহসভাপতি শরীফুল ইসলাম স্বপন,কৃষক দল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মী প্রমুখ বক্তব্য রাখেন ।