কসবায় বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপির জগনাৎপুর এলাকা থেকে বিপুল পরিমান ভাতীয় মদ আটক করেছে কসবা থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ শনিবার বিকেলে কসবা উপজেলার কায়েমপুর ইউপির জগনাৎপুর এলাকা অভিযান চালিয়ে ২০৭ ভাতীয় মদ ম্যাগডল ও ব্রাগ ফাইভার উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় দুই জনকে আসামি করে কসবা থানায় মামলা হয়েছে। পলাতক আসামীরা হলেন কসবা উপজেলার বায়েক ইউপির বায়েক গ্রামের লিটন(৩৫) ও জানু মিয়া(৪০) । পুলিশ জানায়, পালিয়ে যাওয়া লিটন ও জানু এলাকায় মাদকপাচারকারী হিসেবে পরিচিত।