প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি/ ভাতা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়াস্থ আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টায়প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি/ ভাতা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)। সুইট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, সুইট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদিকা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি এ বি এম তৈমুর, সুইট মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক ডিডি রায় বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলার মোস্তাক আহমেদ খোকন, আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীমা মুজিব। স্বাগত বক্তব্য রাখেন আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র মোঃ ইনসাফ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র মোঃ ইমরান হোসেন। সভা পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ মোবারক হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, বুদ্ধিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারা আমাদেরই সন্তান। তাই তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের প্রতি আমরা আন্তরিক থাকতে হবে। আমি তাদের সাথে কাজ করতে চাই। আমি আশা করব অত্র প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হওক। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি/ ভাতা প্রদান করেন।