রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ওজন কমাতে সালাদ

saladআজকাল প্রায় প্রত্যেককেই বলতে শোনা যায়, ‘মোটা হয়ে যাচ্ছি’। শুরুর দিকে হয়তো খেয়াল করছেন না, কিন্তু একবার ওজন বেড়ে গেলে তা কমানোর ঝামেলা কিন্তু নেহাত কম হয়। সেজন্য খেয়াল রাখতে হবে একেবারে প্রথম থেকেই।

ওজন বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে বড় কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। ব্যস্ত জীবনে ফাস্টফুডের ওপর নির্ভরতা বাড়ছে। এতে না থাকছে ঘড়ি ধরে খাবার গ্রহণের অভ্যাস, না খাবারের যথাযথ মান। যখন যেখানে যা খুশি খেয়ে নিলেই হলো বলে ধরে নিচ্ছেন তো? তবে আপনার ওজন বাড়ার প্রথম বীজ বপন করা হয়ে গেল নিজের হাতেই।

ওজন কমাতে কোনোভাবেই না খেয়ে থাকা যাবে না। এ বিষয়ে কথা হয় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডা. মারুফ মোর্শেদের সঙ্গে। ডা. মারুফ রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে, না-খেয়ে থাকলে ওজন কমে। এক বেলা বা দুবেলা না খেয়ে ওজন কমানোর চেষ্টায় আপনার ওজন তো কমবেই না, বরং বেড়ে যাবে। সেই সঙ্গে বাড়বে নানান অসুখের ঝুঁকিও। এভাবে দু-এক বেলা না খেয়ে না থেকে বরং অল্প অল্প করে বারবার খান। তাতে আপনি যেমন কাজ করার এনার্জি পাবেন, তেমন কমবে ওজনও। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সালাদ আর ফল খেলে। সঙ্গে পান করতে হবে প্রচুর পানি।’

ওজন কমানোর জন্য সালাদের জুড়ি মেলা কঠিন। তাই রাইজিংবিডির পক্ষ থেকে স্বাস্থ্যসচেতনদের জন্য থাকছে ভিন্ন স্বাদের দুটো সালাদের রেসিপি।

চিকেন ভেজিটেবল সালাদ

উপকরণ:
১. তেলে হালকা ভাজা মুরগির বুকের মাংস
২. গাজর এক কাপ
৩. সেদ্ধ আলু এক কাপ
৪. ক্যাপসিকাম হাফ কাপ
৫. শসা এক কাপ
৬. টমেটো এক কাপ
৭. লেটুস পাতা
৮. সেদ্ধ করা পালং পাতা
৯. গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
১০. পরিমাণমতো লবণ
১১. অলিভ অয়েল এক চা-চামচ

প্রস্তুত প্রণালি : প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিন। লেটুসপাতাগুলোকে ফালি ফালি করে কেটে রাখুন। সেদ্ধ করা পালং পাতা আর ভেজে রাখা মুরগি বাদে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাখিয়ে রাখা সালাদ এবার একটা ডিশে রাখুন। তার ওপর পালং পাতা বসিয়ে ভেজে রাখা মুরগির মাংস বসিয়ে সাজিয়ে নিন। ফ্রিজে রাখলে সালাদটি দুই দিন পর্যন্ত খাওয়া যাবে।

চেরি টমেটো-পনিরের সালাদ

উপকরণ:
১. ১০-১২টি চেরি টমেটো
২. দুই কাপ পনির
৩. ধনেপাতা কুচি
৪. দুই টেবিল-চামচ পুদিনাপাতা বাটা
৫. দুই চা-চামচ কাঁচা মরিচ বাটা
৬. লবণ
৭. এক টেবিল-চামচ অলিভ অয়েল
৮. দুই টেবিল-চামচ সাদা তেল

প্রস্তুতপ্রণালি : প্রথমে পনিরকে তেলে হালকা করে ভেজে নিন। চেরি টমেটো দুই ও চার ভাগে ভাগ করে নিন। এবার প্লেটে সব উপকরণ একে একে ঢেলে ভালো করে মাখিয়ে নিন। তৈরি হয়ে যাবে চেরি টমেটো আর পনিরের সালাদ।
বেশি করে সালাদ খান। তাতে একদিকে যেমন ওজন কমবে, তেমন মুক্তি মিলবে নানান রোগ থেকেও।

 

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে : আইজিপি

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস

আমির হোসেন আমুকে ইসিতে তলব

পাগলা মসজিদ: গণনার সাড়ে ৩ ঘণ্টায় দানবাক্সের টাকা ছাড়িয়েছে সোয়া ৩ কোটি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না : কাদের

বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

একটা আফসোস রয়ে গেছে, বললেন প্রধানমন্ত্রী

দুর্নীতি দমনে দুদককে আন্তরিক ও কৌশলী হতে হবে : রাষ্ট্রপতি

পেঁয়াজের ডাবল সেঞ্চুরি, দাম বাড়ল রসুন-চিনি ও ডালের

তীরে এসে তরি ডোবাল বাংলাদেশ