সাগর রুনী হত্যার প্রতিবাদে ডিআরইউ’র অনশন বুধবার
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যার প্রতিবাদে ২ এপ্রিল বুধবার অনশন কর্মসূচি পালন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এ জন্য ওই দিন ডিআরইউ কেন্টিনও বন্ধ থাকবে।
অনশন কর্মসূচিতে উপস্থিত থাকবেন সাগর সরওয়ারের শোকাহত মা সালেহা মনির ও মেহেরুন রুনীর শোকাহত ভাই নওশের আলম রোমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এই কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি আহবান জানিয়েছেন।