আখাউড়ায় স্টেশন সুপারিনটেনডেন্টের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মোতালেব হোসেন ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় রেলওয়ে পুলিশ জিতু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জিতু মিয়া আখাউড়া পৌরশহরের রাধানগর শীলপাড়ার বাসিন্দা।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টেশনের ১নং প্লাট ফরমে যাত্রীদের সিটে বসানোর কাজ চলছিল। এ সময় জিতু মিয়াকে সেদিকে যেতে নিষেধ করায় তার ছেলে আরিফসহ ৩/৪ জন স্টেশন সুপারিনটেনডেন্ট মোতালেব হোসেনের ওপর হামলা চালায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেছে আখাউড়া রেলওয়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদ।