সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে ভোট কারচুপি হচ্ছে, নির্বাচন কমিশন নিরব : রিজভী

 

ciKডেস্ক রিপোর্ট : সরকার একদিকে যেমন শাসনতন্ত্রকে ব্যবহার করছে, অন্যদিকে দলীয় সন্ত্রাসীদের দ্বারা তাণ্ডব চালাচ্ছে। পুলিশ ও গণমাধ্যমকে নিরব ভূমিকা পালন করতে বলা হয়েছে। উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের ভোট কারচুপিতে নির্বাচন কমিশন নিরব থাকায় এ মুহূর্তে নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া গণতন্ত্রের ন্যূনতম কাঠামো থাকবে না। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
এদিকে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনকে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে চিঠি দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং সাংবিধানিক সত্ত্বা বিসর্জন দিয়ে ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হিসাবে কাজ করছে। গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা করছে সরকার।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানিগঞ্জ উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মহোৎসব চালাচ্ছে। বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না এবং যারা ঢুকছে তাদের বের করে দেয়া হচ্ছে। নির্বাচনী দায়িত্বে ৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকার কথা থাকলেও একজনের দেখা পাওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর