খন্দকার মোশাররফের আগাম জামিন বাতিল
ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের আগাম বাতিল করা হয়েছে। আজ সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া আগাম জামিন শুনানি শেষে তা বাতিল করে দেন। ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছিল।
এদিকে এর আগে হাইকোর্ট ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দায়েরকৃত অর্থপাচার মামলায় আগাম জামিন মঞ্জুর করেছিলেন। পরে ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে আজ ওই আগাম জামিন বাতিল করা হয়।