ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মনির হোসেনের ব্যাপক গণ-সংযোগ
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে ব্যাপক গণ-সংযোগ করেছেন সদর উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা,সংস্কৃতি সংগঠক প্রভাষক মো.মনির হোসেন।তিনি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের আদালত পাড়া,দ:মৌড়াইল,কোর্ট রোড এলাকায় জনগণের সাথে কথা বলেন এবং দোয়া কামনা করেন।এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে পরিচ্ছন্ন,উন্নয়নের মডেল,সন্ত্রাসমুক্ত করার জন্য সৎ,যোগ্য,শিক্ষিত এবং গণমুখী প্রার্থীকে নির্বাচিত করতে আহবান জানান।এসময় তাঁর সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান পারভেজ,জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া ও সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল।