শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনদূর্ভোগ লাগভে শহর বাসীকে সচেতন ভুমিকা রাখতে হবে……মেয়র

mayorব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নির্ধারিত স্থান ছাড়া পৌরসভার যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলা পরিবেশ দূষনের অন্যতম কারন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয়, মসা মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছড়িয়ে পরে। অনেকে পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জন দূর্ভোগ বাড়ে। এ সমস্ত জনদূর্ভোগ লাগভে পৌর সভার পরিছন্নতা কর্মীর পাশাপাশি শহর বাসীকেও সচেতন ভুমিকা রাখতে হবে। তিনি ড্রেনেজ ব্যবস্থা স্বচল রাখতে ব্যাক্তি ও সামাজিক উদ্দ্যেগে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা-ড্রেন পরিষ্কার পরিছন্ন রাখতে আহবান জানান। মেয়র গতকাল সকালে পৌরসভার উত্তর পৈরতলায় ছয়ঘড়িয়া পাড়ায় রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী শাহজাহান মিয়া, (মিয়া ভাই),ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন, নির্বাহী প্রকৌশলী এ টি এম মহিউদ্দিন খন্দকার, সাবেক চেম্বার সভাপতি আলহ¦াজ আজিজুল হক, চেম্বার পরিচালক হাজী মোঃ শাহ্জাহান মিয়া, সাবেক কমিশনার আবুল হোসেন শ্যামল, শ্রমিক নেতা আলাউদ্দিন আলাল, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী জব্বার মিয়া, আলি মিয়া, হারুন মিয়া, দুলাল মিয়া, জহির মিয়া, বরকত মিয়া, এমএ কাওছার, শহর ছাত্রলীগ নেতা ছগির হোসেন, জুয়েল আহমেদ, জামিল আহমেদ, ফোরকান আহমেদ প্রমুখ। 

এ জাতীয় আরও খবর