সরাইলে এমপির গণ সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধাকে গণ সংবর্ধণা দিয়েছে কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সহযোগি সংগঠন। শনিবার সন্ধ্যায় উপজেলার কালীকচ্ছ বাজারে আয়েজিত গণ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি বলেন, বর্তমান সরকার সারা দেশে যে উন্নয়ন করছে তা আর কোন সরকারের আমলে হয়নি। সরকারের উন্নয়নের ধারা অবাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ লস্কর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন, জাতীয় পার্টির সরাইল উপজেলা সদস্য সচীব হুমায়ুন কবির, ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুস সামাদ, আবু মুছা মৃধা প্রমূখ।