ঢাকা-সিলেট নৌরুটে চলাচল স্বাভাবিক
ঢাকা-সিলেট নৌরুটে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকদের নিরাপত্তা দাবিতে শুরু করা অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা।
শুক্রবার সন্ধ্যায় শ্রমিক ফেডারেশন ও পুলিশ প্রশাসনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ আশ্বাস দিয়েছে নৌরুটে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে জরুরি ব্যবস্থা নেয়া হবে।
এ আশ্বাসের পর শ্রমিক ফেডারেশন নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। বর্তমানে ঢাকা-সিলেট নৌরুটে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক ও কার্গো ভ্যাসেল অনার্স অ্যাসোসিয়েশন নেতাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। খুব শিগগিরই ঢাকা-সিলেট নৌরুটে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট নৌরুটে ধর্মঘটের কারণে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে আটক পড়ে মালবাহী শতাধিক কার্গো জাহাজ। এসব জাহাজের সার, কয়লা, রড-সিমেন্ট, বালি-পাথর ও জ্বালানি তেলসহ বিভিন্ন গুরুতপূর্ণ মালামাল পরিবহন বন্ধ হয়ে যায়।