মাত্র ৪ মাসে ৩২০ কেজি ওজন কমিয়েছে এক স্থুলদেহী যুবক
মাত্র ৪ মাসে ৩২০ কেজি ওজন কমিয়েছে এক স্থুলদেহী যুবক। চরম স্থূলতায় ভুগছিলেন একজন ২০বছর বয়েসী মানুষ।সৌদি বাদশাহ্ আব্দুল্লাহ্ র হুকুমে ৪ মাস আগে সৌদি আরবের জিজান প্রদেশের তার বাসা থেকে স্বাস্থ্য বিভাগ, সিভিল ডিফেন্স এবং সামরিক ব্যক্তিদের সমন্বয়ে একটি সম্প্রসারিত অপারেশন টিম তাকে রাজধানী রিয়াদে আনার ব্যবস্থা করে।
খালিদ মোহসেন শায়েরী, যার ওজন মাত্র ৬১০ কিলোগ্রাম। যাকে একটি ফর্ক লিফটের সাহায্যে একটি অ্যাপার্টমেন্ট ভবনের দ্বিতীয় তলায় থেকে নামানো হয়। তারপর সে একটি বিশেষ মেডিকেল টিম এর তত্বাবধানে বিশেষ বিমানে চিকিত্সার জন্য রিয়াদে কিং ফাহাদ হসপিটালে(KFMC) নিয়ে যাওয়া হয়।
রিয়াদ এয়ার ফোর্সের এই হাসপাতালে ডঃ আব্দুল আজীজ আল হুমাইদির তত্বাবধানে এর আগে ২৫০ কেজি ওজন নিয়ে চরম স্থূলতা ভুগছেন এমন একজনের সফল অস্রোপাচারের পর গত রবিবার, স্বাস্থ্য মন্ত্রী আব্দুল্লাহ আল রাবিয়াহ্ কিং আবদুল্লাহকে খালিদের চিকিৎসার কথা বলেন। বাদশাহর আদেশে রাস্ট্রীয় খরচে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
ওজন কমিয়ে সে এখন অনেক খুশী। আগে তার ঘুমানোর জন্য ৩ টি বেডের প্রয়োজন হতো। এখন সে ১টি বেডেই ঘুমাতে পারে।