গত ৫ দিন ধরে নিখোঁজ শিশু স্বর্ণা আক্তার
মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছে আখাউড়া নাছরীন নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী স্বর্ণা আক্তার। স্বর্ণার বাবা পৌরশহরের মালদার পাড়ার বাসিন্দা মোঃ শাহজাহান জানান, গত রবিবার স্বর্ণাকে তার মা পারিবারিক একটি বিষয়ে শাসন করেন। এরপর সে সড়ক বাজারে সদাই কিনতে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার এ বিষয়ে আখাউড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে বলে তিনি জানান।