নাসিরনগরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন মাঠে প্রায় ৫০০০হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। জানা গেলে এ বছর উপজেলার ৫০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাধ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে এ উপজেলা ৯১৩৮ হেক্টর জমিতে রবি শষ্য আবাধের টার্গেট নিয়ে কাজ করছে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এর মধ্যে ২৮০ হেক্টর জমিতে গম, ৫০০ হেক্টর জমিতে আলু, ১০০ হেক্টর জমিতে মিষ্টি আলু, ৫০০হেক্টর জমিতে মরিচ,৩৫০ হেক্টর জমিতে ধনিয়া, ১৩০ হেক্টর জমিতে পেয়াজ,১১৫ হেক্টর জমিতে রসুন ,১৩৫হেক্টর জমিতে তরমুজ, ১২৫ হেক্টর জমিতে ক্ষিরা,১০০০ হেক্টর জমিতে অন্যান্য শবজি , ৯০০ হেক্টর জমিতে মশুর ডাল, ১২৫ হেক্টর জমিতে খেসারী ডাল, ১৫০ হেক্টর জমিতে মাশ ডাল জাতীয় শষ্য হেক্টর জমিতে সরিষার আবাধ করা হয়েছে। প্রচন্ড শীতে ঠান্ডাজনিত বা সৈত্যপ্রবাহে ও ঘন কোয়াশার কারনে কোনরূপ ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর । অধিদপ্তরের মতে এ পর্যন্ত কোনরূপ পোকামাকড়ের আক্রমন বা ফসল হানির মত খবর পাওয়া যায়নি।