সহজে তুলুন নাকের ব্লাকহেডস হোয়াইটহেডস
শীতকালে ত্বকে বিশেষ করে নাকের মাথায় ব্লাকহেডস (কালোতিলের মতো বিন্দু) ও হোয়াইটহেডস (সাদা খুশকির মতো বিন্দু) হয়। যা ত্বকের উজ্জ্বলতাকে নষ্ট করে দেয়।
সৌন্দর্য সচেতন নারী-পুরুষেরা ত্বকের ব্লাকহেডস ও হোয়াইটহেডস তোলার জন্য নখ ব্যবহার করেন কিংবা আঙ্গুল দিয়ে চেপে বের করতে চেষ্টা করেন। এতে সমস্যা দূর হয় না বরং ত্বকে স্থায়ী দাগ কিংবা ইনফেকশন সৃষ্টি হয়।
কিন্তু উপায় জানা থাকলে খুব সহজে ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
প্রথমে ২০ মিনিট সময় নিয়ে ত্বকে হালকা গরম পানির ভাপ নিন। এতে লোমকূপ খুলে যাবে। ফলে আঙ্গুলের চাপে সহজেই বের হয়ে আসবে ত্বকের ব্লাকহেডস ও হোয়াইটহেডস। আর আপনি পাবেন সুন্দর,মসৃন ত্বক।