শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে বর্তমান শিক্ষানীতি বাস্তবায়িত হলে শিক্ষাক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূরীভূত হবে

IMG_5110ব্রাহ্মণবাড়িয়ায় পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাড়ে ৫ শত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা জানিয়েছে উইজডম স্কুল এন্ড কলেজ।গতকাল শুক্রবার সকালে উৎসব মুখর পরিবেশে সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে উইজডমের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর ভূঞার সভাপতিত্বে এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশারফ হোসেন।প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাছির দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি পৌর মেয়র হেলাল উদ্দিন,জেলা শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারি,উইজডমের উপদেষ্টা এড.আবু তাহের,উপাধ্যক্ষ আজম মামদুদ মোল্লা।স্বাগত ভাষন দেন অধ্যক্ষ আবদুল মোনায়েম।অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী মিজানুর রহমান সাগর ও নিপা খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় নির্বাচিত হওয়ায় তাদেরকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বাংলাদেশ পৃথিবীর বুকে অগ্রসরমান একটি দেশের নাম।বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলাপমেন্ট গোল্ডের সকল সূচকেই অনেকদূর এগিয়ে আছে।তিনি আরো বলেন,বর্তমান সরকারের আমলে দীর্ঘদিন পর নতুন একটি শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে।এ শিক্ষানীতির যথাযথ বাস্তবায়ন হলে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে সারা বিশ্বে অনুকরনীয় দৃষ্টান্ত হবে।শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর হবে।তিনি আরো বলেন,বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে।বছরের প্রথম দিন শিশুরা বই পেয়ে তুমুল আনন্দে বাড়ি ফিরছে।পরীক্ষার ক্ষেত্রে পাশের হার ব্যাপক হারে বেড়েছে।এ অবস্থা ধরে রাখতে পারলে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত দেশ হিসাবে অচিরেই স্বীকৃত হবে।

এ জাতীয় আরও খবর