ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি ও জামায়াত-শিবিরসহ ১৮ দলের ডাকা ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে সামনে রেখে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ১৪ জন ও জামায়াতের একজন রয়েছে। এর মধ্যে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাচ্চু মিয়া (৪৫) রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অবরোধ-হরতালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে।