অফিসার্স ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারকে বিদায় সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় চাকুরী ক্ষেত্রে দুবার কাজের সময়ে এ জেলার উন্নয়নে বিবেকের কাছে পরিস্কার থেকেই নিবেদিত ছিলাম। কাজ করতে গিয়ে জেলা বাসীর যে সহযোগিতা ভালবাসা পেয়েছি তাতে ঋণী হয়ে গেলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে বিদায় সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসকের বদলীকে অপ্রত্যাশিত অনাকাঙ্খিত উল্লেখ করে জেলা প্রশাসকের কর্মকালীন বিভিন্ন অবদানের ভূয়শী প্রশংসা করেন। বিশেষ করে জেলার দাঙ্গা প্রবণতা রোধ, ভয়াবহ টর্ণোডো মোকাবেলায় সক্রিয় ভূমিকা সহ জেলার কর্যাণ উন্নয়নে নিবেদিত কাজের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর উত্তোরত্তোর সমৃদ্ধি ও দীর্ঘায়ূ কামনা করেন। উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান বশীরউল্লাহ জরু, কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বকুল, নবীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার, জেলা নাগরিক কিমিটর সিনিয়র সহ সভাপতি ডাঃ বজলুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সহ সভাপতি আল আমীন শাহীন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরবিন্দ দত্ত, কৃষি সম্প্রসারণ বিভাগের বলাই চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল সংবর্ধনা জানান অফিসার্স ক্লাবের পক্ষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আবু সাঈদ, ক্রেস্ট প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক খলিলুর রহমান সহ এছাড়া বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।